Rohit Sharma News Update: 'এই শেষবার...', ভারতে ফিরতেই কীসের ইঙ্গিত রোহিত শর্মার?

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রোহিত শর্মা। এই সিরিজে রোহিত শর্মা মোট ২০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৮৫.৫৯।

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রোহিত শর্মা। এই সিরিজে রোহিত শর্মা মোট ২০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৮৫.৫৯।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma Bronco Test (4)

'টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের প্রত্যেকটা ম্য়াচেই খেলতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে (Virat Kohli)। ব্যাট হাতে কার্যত গর্জন করলেন রোহিত শর্মা। একমাত্র ব্যাটার হিসেবে তিনি এই সিরিজে ২০০-র বেশি রান করেন।

Advertisment

Rohit Sharma Retirement Speculation: "কীভাবে থামাবে এবার 'রো-কো' জুটিকে?" কাইফের নিশানায় অজিত আগরকর

আগামী ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। এই সিরিজে ফের হিটম্য়ানের তাণ্ডব দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে, অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন রোহিত শর্মা। বলার অপেক্ষা রাখে না, পোস্টটি চোখের নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এমন একটি পোস্ট দেখার পর এক ঝটকায় হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। কী লেখা রয়েছে এই পোস্টে? আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।

Advertisment

Rohit Sharma Century: সেঞ্চুরি তো সংখ্যা মাত্র! আগরকরকে যোগ্য জবাব দিলেন রোহিত?

রোহিত শর্মার সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে চাঞ্চল্য

সিডনিতে ধামাকাদার ইনিংস খেলার পর আপাতত অস্ট্রেলিয়া থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন রোহিত শর্মা। তবে বিমানে ওঠান আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার করেন। ছবিতে তিনি সিডনি এয়ারপোর্টকে বিদায় জানানোর ইশারা করছেন। ইতিমধ্যে ক্যাপশনে রোহিত শর্মা তাঁর অজ়ি ক্রিকেট সমর্থকদের বিদায় জানিয়েছেন। সঙ্গে এটা বলার চেষ্টা করেছেন যে হয়ত এই শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলে গেলেন। রোহিত লিখেছেন, 'এই শেষবার, সিডনি থেকে বিদায়।'

Rohit Sharma ODI Retirement: সেঞ্চুরি হাঁকিয়েই অবসর ঘোষণা রোহিতের? চলছে তোলপাড় বিতর্ক

দেখে নিন, রোহিত শর্মার সেই বিশেষ পোস্ট:

অস্ট্রেলিয়া সফরে কত রান করলেন রোহিত শর্মা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রোহিত শর্মা। প্রথম ম্য়াচে তিনি মাত্র ৮ রান করে আউট হয়ে গিয়েছিল। কিন্তু, পরবর্তী দুটো ম্য়াচে তিনি ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে তিনি ৭৩ রান করেন। এর পাশাপাশি তৃতীয় ওয়ানডে ম্য়াচে হিটম্য়ান ১২১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

Rohit Sharma Record: অজিদের চামড়া গোটালেন রোহিত, হাফসেঞ্চুরির পাশাপাশি গড়লেন নয়া ইতিহাস!

এই সিরিজে রোহিত শর্মা মোট ২০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৮৫.৫৯। গোটা সিরিজেই রোহিত যথেষ্ট বুঝেশুনে ব্যাটিং করেন। নিজের আক্রমণাত্মক মেজাজকে নিয়ন্ত্রণে রাখেন। রোহিত শর্মার এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সিডনি ওয়ানডে'তে তিনি প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কারও অর্জন করেন। 

Indian Cricket Team India vs Australia Virat Kohli Rohit Sharma