টানা ১৭ বছর একটা দল আইপিএল (IPL) টুর্নামেন্ট খেললেও, এখনও পর্যন্ত একবারও খেতাব জয় করতে পারেনি। এই একটা লাইন বললে একটাই দলের কথা সকলের মাথায় আসে। আর সেটা হল আরসিবি। আগে দলটার নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখন সেটা বদলে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। নাম বদলালেও অবশ্য দলের ভাগ্য বদলায়নি। এবার কি আইপিএল টুর্নামেন্ট জিততে পারবে আরসিবি? অন্তত সেই আশাতেই দিন কাটাচ্ছেন দলের সমর্থকরা।
Virat Kohli Record: দরকার মাত্র ৫ রান, CSK-র বিরুদ্ধে মহারেকর্ডের দোরগোড়ায় কিং কোহলি
এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৩ বার আইপিএল টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমেছিল। কিন্তু, একবারও তারা ফাইনাল ম্য়াচে জয়লাভ করতে পারেনি। দেখার বিষয়, এই দলে কিন্তু কোনওদিন তারকা ক্রিকেটারের অভাব ছিল না। কে খেলেননি এই দলে? ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স এবং গ্লেন ম্য়াক্সওয়েলের মতো তারকা ক্রিকেটারও এই দলের ভাগ্য় ফেরাতে পারেননি। সবথেকে বড় কথা, বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটার গত ১৭ বছর ধরে এই ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলে যাচ্ছেন। কিন্তু, একবারও ট্রফি জিততে পারেননি তিনি। না অধিনায়ক হিসেবে, না ক্রিকেটার হিসেবে।
Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে
বিরাটের সাম্প্রতিক ফর্ম
তবে এবার কিন্তু একটা হালকা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এই মরশুমের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্য়াচেই কিং কোহলির ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে।
Virat Kohli: ‘কোহলি স্টাইল বদলেছে, তারপরও আইপিএল ২০২৫-এ দুর্দান্ত খেলবে’, বিরাট দাবি কিংবদন্তি ক্রিকেটারের
কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্য়াচে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেন তিনি। বিরাটের ব্যাট থেকে তিনটে ছক্কা এবং চারটে বাউন্ডারি বেরিয়ে এসেছিল। আর সেইসঙ্গে কলকাতার বিরুদ্ধে তারা ৭ উইকেটে জয়লাভ করে।
Virat Kohli Dance: 'ঝুমে জো পাঠান', শাহরুখের গানে নাচলেন বিরাট! দেখে নিন ভিডিও
শুক্রবার (২৮ মার্চ) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই জয়ের ধারাবাহিকতাই বজায় রাখতে চায় আরসিবি। তবে কাজটা অতটাও হবে না। গত ১৭ বছরে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) তাদের হোম ম্য়াচে একবারও হারাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? আজকের ম্য়াচে কি সেই মিরাকেল দেখবেন আরসিবি সমর্থকরা? একমাত্র সময়ই সেকথা বলতে পারবে।