/indian-express-bangla/media/media_files/2025/08/27/sarfaraz-khan-century-2025-08-27-02-27-26.jpg)
শতরান করার পর অভিনন্দন কুড়োচ্ছেন সরফরাজ খান
Sarfaraz Khan: ভারতের তারকা ব্যাটার সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে আরও একবার দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। ২০২৫ বুচি বাবু টুর্নামেন্টে (Buchi Babu Tournament 2025) তিনি মুম্বইয়ের হয়ে খেলছেন। মঙ্গলবার (২৬ অগাস্ট) হরিয়ানার বিরুদ্ধে তিনি ১১১ রানের একটি আগুন ইনিংস উপহার দিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ম্য়াচে তিনি মাত্র ১১২ বলে এই ১১১ রান করেছেন। এরমধ্যে ৯ চার এবং ৫ ছক্কা রয়েছে। এই টুর্নামেন্টে সরফরাজ দ্বিতীয় শতরান করলেন। ১০০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন সরফরাজ। হরিয়ানার প্রত্যেক বোলারের 'ক্লাস' নেন তিনি।
Prithvi Shaw: টিম ইন্ডিয়ার দরজা বন্ধ অনেকদিন, ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা এই ক্রিকেটারের!
দুরন্ত শতরান হাঁকালেন সরফরাজ খান
এই ম্য়াচের শুরুতে মুম্বই ৮৪ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর হার্দিক তোমারের (৩৯ রান) সঙ্গে ১১৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন সরফরাজ খান। সেইসঙ্গে দলের হালও ধরেন তিনি। মাত্র আট দিনের মধ্যে সরফরাজের ব্যাট থেকে এই নিয়ে দ্বিতীয় শতরান বেরিয়ে এল। ইতিপূর্বে গত ১৮ অগাস্ট তিনি এই টুর্নামেন্টেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে অপরাজিত ১৩৮ রানের ইনিংস খেলেন। ওই ম্য়াচে তিনি ৯২ বলে নিজের শতরান পূরণ করেছিলেন।
Prithvi Shaw: বন্ধ টিম ইন্ডিয়ার দরজা, সেঞ্চুরি হাঁকিয়ে যোগ্য জবাব দিলেন এই ক্রিকেটার
টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশা
গত বছর সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন। যথেষ্ট ভাল পারফরম্য়ান্সও করেন তিনি। যদিও চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি। নির্বাচকদের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ হতাশ হয়ে পড়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে সরফরাজ জোড়া শতরান হাঁকিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন।
Sarfaraz Khan: ইংল্যান্ড সিরিজে ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ায়, সুযোগ পেয়েই হাঁকালেন সেঞ্চুরি
এই টুর্নামেন্টে মুম্বই ক্রিকেট দল এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছে। এরমধ্যে একটা ম্য়াচে তারা হেরে গিয়েছে। আর দ্বিতীয় ম্য়াচটা ড্র হয়েছে। গ্রুপ সি'তে এই দলটা সকলের নীচে দাঁড়িয়ে রয়েছে।
Sarfaraz Khan Weight Loss: কোন জাদুতে ১৭ কেজি ওজন ঝরালেন সরফরাজ? ফাঁস হল তাঁর ওয়েট লস জার্নি
সরফরাজ খানের আন্তর্জাতিক কেরিয়ার
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ৬ টেস্ট ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১১ ইনিংসে তিনি ৩৭১ রান করেন। টেস্ট ক্রিকেটে সরফরাজ এখনও পর্যন্ত একটি শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন।