Sarfaraz Khan Injury: কপালে 'শনির দশা' এই ক্রিকেটারের! জোড়া সেঞ্চুরির পরও বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?

Indian Crickter Injury: প্রথমে ফিটনেস এবং তারপর লাগাতার জোড়া শতরান হাঁকিয়ে নিজের যোগ্য়তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন সরফরাজ খান। কিন্তু, ভাগ্যের চাকা শেষপর্যন্ত তিনি ঘোরাতে পারলেন না।

Indian Crickter Injury: প্রথমে ফিটনেস এবং তারপর লাগাতার জোড়া শতরান হাঁকিয়ে নিজের যোগ্য়তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন সরফরাজ খান। কিন্তু, ভাগ্যের চাকা শেষপর্যন্ত তিনি ঘোরাতে পারলেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanfaraz Khan Injury

চোটের কারণে দলীপ ট্রফি খেলতে পারবেন না সরফরাজ খান

Sarfaraz Khan: প্রথমে ফিটনেস এবং তারপর লাগাতার জোড়া শতরান হাঁকিয়ে নিজের যোগ্য়তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন সরফরাজ খান। কিন্তু, ভাগ্যের চাকা শেষপর্যন্ত তিনি ঘোরাতে পারলেন না। আচমকা এমন চোট পেলেন যে ২০২৫ দলীপ ট্রফিতে তিনি আর খেলতে পারবেন না। সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে সরফরাজ দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ব্যাক টু ব্যাক দুটো শতরান হাঁকান। এবার দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করে সরফরাজের কাছে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার সুবর্ণ সুযোগ ছিল।

Advertisment

Sarfaraz Khan Century: ভারতীয় দলে মিলছে না সুযোগ, ঘরোয়া টুর্নামেন্টেই সেঞ্চুরির বন্যা এই ক্রিকেটারের!

চোট পেয়েছেন সরফরাজ

আপাতত টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) টেস্ট স্কোয়াডে কামব্যাক করার জন্য সরফরাজ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু, ২০২৫ দলীপ ট্রফিতে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন না। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বুচিবাবু টুর্নামন্টে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমে সরফরাজ এই চোট পেয়েছিলেন। এই টুর্নামেন্টে সরফরাজ দুর্দান্ত শতরান হাঁকান।

Advertisment

Sarfaraz Khan: ইংল্যান্ড সিরিজে ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ায়, সুযোগ পেয়েই হাঁকালেন সেঞ্চুরি

প্রসঙ্গত, সরফরাজের কোয়াড্রিসেপ্স ইনজুরি হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, ডানহাতি ব্যাটারদের ঊরুর পেশিতে টান ধরেছে। আর সেকারণেই তাঁকে কমপক্ষে তিন সপ্তাহ ক্রিকেট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ সরফরাজকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে না।

Sarfaraz Khan Weight Loss: কোন জাদুতে ১৭ কেজি ওজন ঝরালেন সরফরাজ? ফাঁস হল তাঁর ওয়েট লস জার্নি

বুচিবাবু টুর্নামেন্টে ব্যাটিং গর্জন

বুচিবাবু টুর্নামেন্টে সরফরাজ খানের ব্যাটিং গর্জন দেখতে পাওয়া যায়। এই টুর্নামেন্টে তিনি মোট ২ শতরান হাঁকিয়েছেন। তামিলনাড়ু একাদশের বিরুদ্ধে প্রথম ম্য়াচে সরফরাজ ১১৪ বলে ১৩৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। এরপর হরিয়ানার বিরুদ্ধে ব্যাট হাতে তিনি ১১১ রানের নজরকাড়া ইনিংস খেলেন। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে সরফরাজকে নির্বাচন করা হয়নি। এরপরও তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করছেন এবং নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।

Sarfaraz Khan weight loss: ১৭ কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে সরফরাজ, 'কেউ এটা পৃথ্বীকে দেখা', খোঁচা ব্রিটিশ তারকার

আগামী অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজটা ভারতেই আয়োজন করা হবে। মনে করা হচ্ছে, এই সিরিজে সরফরাজকে সুযোগ দেওয়া হতে পারে। যদিও ইনজুরির পর সরফরাজের উপর নির্বাচকরা ভরসা রাখতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Indian Cricket Team Sarfaraz Khan