/indian-express-bangla/media/media_files/2025/05/16/xbdKC1q8YNRP5slanA2F.jpg)
শিখর ধাওয়ান এবং সোফিয়া কুরেশি
Shikhar Dhawan Statement: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এবার কর্নেল সোফিয়া কুরেশির ভূয়শী প্রশংসা করলেন। পাশাপাশি সেইসকল ভারতীয় মুসলিমদের তিনি ধন্যবাদ জানালেন, যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছেন। লড়াই করেছেন। সবথেকে বড় কথা, দেশের সংহতির এক অনন্য নজির কায়েম করেছেন। প্রসঙ্গত, 'অপারেশন সিন্দুর'-এর (Operation Sindoor) পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোফিয়া।
শিখর ধাওয়ান লিখেছেন, 'ভারতের আসল প্রাণ দেশের সংহতির মধ্যেই নিহিত রয়েছে। কর্নেল সোফিয়া কুরেশির মতো দেশনায়ক এবং ভারতবর্ষের সেইসকল মুসলিমদের আমি কুর্নিশ জানাই, যাঁরা দেশের জন্য লড়াই করেছেন। কী কারণে আমরা রুখে দাঁড়িয়েছি, সেটাও প্রমাণ করে দিয়েছেন। জয় হিন্দ!'
Operation Sindoor: দেশপ্রেম প্রকাশে ধর্ষণের হুমকি, বাংলার বুকে হাড়হিম ঘটনা, টানটান উত্তেজনা
'অপারেশন সিন্দুর'-এর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সোফিয়া
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলা (India Pakistan Tension) চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরপর গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করে করে হত্য়া করেছিল। তারা চেয়েছিল, ভারতবর্ষে যেন হিন্দু-মুসলিম সম্পর্কে বিভেদ তৈরি হয়। কিন্তু, তেমনটা একেবারেই হয়নি। কেন্দ্রীয় সরকার এবং ভারতের নাগরিকরা সন্ত্রাসবাদীদের 'মিশন' পূরণ করতে দেয়নি।
গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পালটা জবাব দিতে শুরু করে। সেনা অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিন্দুর'। এই অভিযানের দৌলতে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ৯ জঙ্গি গোষ্ঠী ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানের ব্যাপারে যাবতীয় তথ্য শেয়ার করেন ভারতীয় সেনাবাহিনীর ২ মহিলা জওয়ান। একজন হলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। আর অন্যজন হলেন কর্নেল সোফিয়া কুরেশি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য় পাকিস্তানকে ধুয়ে দিয়েছিলেন ধাওয়ান
ইতিপূর্বে শিখর ধাওয়ান আরও একটি টুইট করেছিলেন। সেখানে তিনি পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছিলেন। আসলে, গত ১০ মে সংঘর্ষবিরতি (India Pakistan Ceasefire) লঙ্ঘন করেছিল পাকিস্তান। সেইসময় ধাওয়ান লিখেছিলেন, 'অত্যন্ত খারাপ একটা দেশ আবারও নিজেদের চরিত্রটা গোটা বিশ্বের কাছে তুলে ধরল।'