Shreyas Iyer in ICU: আচমকা শারীরিক অবস্থার অবনতি, ICU-তে ভর্তি করা হল শ্রেয়সকে

Shreyas Iyer ICU: সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান।

Shreyas Iyer ICU: সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shreyas Iyer

টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার

Shreyas Iyer: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উপর কার্যত শোকের পাহাড় ভেঙে পড়েছে। টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার আপাতত সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে, শ্রেয়সের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান। এখন শোনা যাচ্ছে, তাঁর পাঁজরে নাকি মারাত্মক চোট লেগেছে। শরীরের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে। আর সেকারণে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisment

India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ

কী করে চোট পেলেন শ্রেয়স আইয়ার?

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত ওয়ানডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটা সিডনিতে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। পিছনের দিকে দৌড়ে একটি ক্যাচ ধরতে যান তিনি। তখনই মারাত্মক চোট পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর কোনও লাভ হয়নি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এবার হাসপাতাল থেকেই দুঃখজনক খবরটি প্রকাশ্যে এসেছে।

Advertisment

IND vs AUS T20I Series Timing: বদলে গেল যাবতীয় সময়, কখন থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ?

কতদিন থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে?

একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা আচমকা অবনতি হয়। সেকারণে আগামী ৭ দিন তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। কারণ তাঁর শরীরের মধ্যে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেকারণে সংক্রমণ ছড়াতে পারে। আপাতত এই রক্তক্ষরণ বন্ধ করাই চিকিৎসকদের কাছে কড়া চ্যালেঞ্জ।

Ind vs Aus Highlights Cricket Score, 3rd ODI: সিরিজ হারল ভারত, হৃদয় জিতল রো-কো জুটি

ওই সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, 'কোনও অতিরিক্ত সময় অতিবাহিত না করেই ভারতীয় ক্রিকেট দলের ফিজিও এবং চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল হয়েছিল। এই চোট প্রাণঘাতীও হতে পারত। তবে শ্রেয়স মানসিকভাবে অত্যন্ত শক্ত। আশা করা হচ্ছে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

IND vs AUS 3rd ODI Record: কলঙ্কের ভাগীদার হবে টিম ইন্ডিয়া? ৪১ বছর পর ফের লজ্জিত হবে গোটা ভারত!

সম্পূর্ণ সুস্থ হতে কতদিন সময় লাগবে?

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শ্রেয়সের হয়ত সম্পূর্ণ সুস্থ হতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। কিন্তু, এই রক্তক্ষরণে সংবাদ প্রকাশ্যে আসতেই গোটা হিসেব বদলে যায়। আপাতত আশঙ্কা করা হচ্ছে, তাঁর সম্পূর্ণ সুস্থ হতে বেশ অনেকদিনই সময় লাগতে পারে।

India vs Australia Indian Cricket Team Shreyas Iyer