/indian-express-bangla/media/media_files/2025/03/30/6vuVymwxX5w4xYPaqYjW.jpg)
শুভমান গিল এবং সূর্যকুমার যাদব
২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টের নবম ম্য়াচ গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) একটি বিশাল রেকর্ড কায়েম করেছেন। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল টুর্নামেন্টে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই রেকর্ডের জন্য শুভমানের দরকার ছিল মাত্র ১৪ রান। সেটা তিনি সহজেই পূরণ করে ফেলেন। এই মাঠে গিল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এখানে তিনি আইপিএল টুর্নামেন্টে তিনটে শতরানের পাশাপাশি চারটে হাফসেঞ্চুরিও করেছেন।
শুভমান গিলের ঝুলিতে আরও একটি বড় রেকর্ড
শুভমান গিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ২০ ইনিংসে ১,০০০ রান পূরণ করলেন। আর সেইসঙ্গে আইপিএল টুর্নামেন্টে কোনও একটি মাঠে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১,০০০ রান পূরণ করে ফেললেন।
Valentine's Day-Shubman Gill: ভ্যালেন্টাইন্স ডে উইকের উপহার, গিলের সেঞ্চুরি?
ইতিপূর্বে এই রেকর্ডটি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দখলে ছিল। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩১ ইনিংসে ১,০০০ রান পূরণ করেছিলেন। যদি ওভারঅল রেকর্ডের কথা বলতে হয়, তাহলে এই রেকর্ডের তালিকায় শুভমানের থেকে এগিয়ে রয়েছেন একমাত্র ক্রিস গেইল।
বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে গেইল ১৯ ইনিংসে ১,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। অন্যদিকে, একটি মাঠে দ্রুততম ১,০০০ রান করার তালিকায় শুভমান দ্বিতীয় ব্যাটার হিসেবেও নাম লেখালেন। তিনি ডেভিড ওয়ার্নার এবং শন মার্শের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড ভেঙে দেন।
বড় ইনিংস খেলতে পারেননি শুভমান গিল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্য়াচে গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিলকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, বড় রানের ইনিংস তিনি খেলতে পারেননি। এই ম্য়াচে শুভমান ২৭ বলে ৩৮ রান করেছেন। এরপর তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
একটা সময় মনে হয়েছিল যে গিল বড় রানের ইনিংস খেলতে পারবেন। কিন্তু, ঠিক সেইসময় বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। অবশেষে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় শুভমানকে। যদিও গুজরাট টাইটান্স এই ম্য়াচে শেষপর্যন্ত ৩৬ রানে জয়লাভ করেছে।