India vs England: এই প্রথমবার শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় টেস্ট ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন তাঁর কাঁধে এই দায়িত্ব তুলে দিয়েছিল, সেইসময় উঠেছিল একাধিক প্রশ্ন। এরপর গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যখন লিডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে হেরে গেল, সেইসময় সমালোচনার ঝাঁঝ আরও তীব্র হয়েছিল। কিন্তু, সিরিজ যখন শেষ হয়, তখন শুভমানের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। শুভমান ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি স্পেশাল রেকর্ড ভেঙে দেন। যদিও রাহুল দ্রাবিড়ের একটি রেকর্ড তাঁর অধরাই রয়ে গিয়েছে।
IND vs ENG: শিশুর মতো নেচে-কুঁদে অস্থির গম্ভীর, কোচকে কোলে তুলে নাচ মর্কেলের, ড্রেসিংরুমের Video Viral
মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেটের সেইসকল কিংবদন্তিদের নিয়ে আলোচনা করা যাক, যাঁরা অধিনায়ক হওয়ার পর প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন এবং সিরিজের ফলাফল কী হয়েছিল। সবার আগে মহম্মদ আজহারউদ্দিনের কথায় আসা যাক। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর আজহারউদ্দিন যখন প্রথমবার ইংল্য়ান্ড সফরে গিয়েছিলেন, সেইসময় তিন ম্য়াচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ০-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল। সিরিজের প্রথম ম্য়াচটাই ভারত হেরে গিয়েছিল। পরবর্তী ২ ম্য়াচ ড্র হয়।
IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ
সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হওয়ার পর গিয়েছিলেন ইংল্যান্ড, সিরিজ ড্র করেন তিনি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে অধিনায়ক হওয়ার পর প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ ড্র করে ফিরেছিলেন। দুটো দলই একটি করে ম্য়াচে জয়লাভ করেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অবশ্য ফলাফল খুবই খারাপ হয়েছিল। ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যখন প্রথমবার ইংল্য়ান্ড সফরে গিয়েছিল, সেইসময় টিম ইন্ডিয়া ৪ ম্য়াচে লজ্জার পরাজয় স্বীকার করেছিল। একটাও ম্য়াচ ভারত জিততে পারেনি। কাজের কাজ করতে পারেননি কিং কোহলিও। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া চারটের মধ্যে মাত্র একটাই ম্যাচ জিততে পেরেছিল। যদিও এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় এবং বেশি কয়েকটি ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল।
IND vs ENG 5th Test: 'হাসি ফোটাতে পেরেছি...', দেশকে গর্বিত করে কী বললেন সিরাজ?
বিরাট কোহলির দুরন্ত ফর্মও জেতাতে পারেনি ভারতকে
কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল, সেইসময় বিরাট নিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু, শেষবেলায় ইংল্যান্ড বাজিমাত করে বেরিয়ে যায়। ফলত, এই সিরিজে ইংল্যান্ড দুর্দান্ত জয়লাভ করে। এরপর রোহিত শর্মার হাতেও ভারতীয় ক্রিকেট দলের ব্য়াটন তুলে দেওয়া হয়। কিন্তু, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরেই যায়নি। ফলে এই তালিকায় রোহিতকে রাখা সম্ভব নয়।
IND vs ENG 5th Test: 'মুখটা একবার দেখ...', ওভাল টেস্ট জিততেই ইংরেজদের কটাক্ষ জাদেজার! ভাইরাল ভিডিও
২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল
এবার রাহুল দ্রাবিড়ের কথায় আসা যায়। এরমাত্র রাহুল দ্রাবিড়ের নেতৃত্বেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। সেইসময় দুই দেশের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে একটি ম্য়াচে টিম ইন্ডিয়া জিতেছিল। আর বাকি ২ ম্য়াচ ড্র হয়েছিল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই সিরিজে জয়লাভ করে। ২০০৭ সালে এই টেস্ট সিরিজটা আয়োজন করা হয়েছিল। তারপর থেকে ভারতীয় ক্রিকেট দল আজ পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। এই বছর টিম ইন্ডিয়া সিরিজ ড্র করে দেশে ফিরেছে। টিম ইন্ডিয়া এই সিরিজ ড্র করার পাশাপাশি শুভমান গিল আবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের রেকর্ড স্পর্শ করেছে। কিন্তু, ব্রিটিশভূমে টিম ইন্ডিয়া ফের কবে টেস্ট সিরিজ জিতবে, সেই উত্তর বোধহয় এখনও পর্যন্ত কেউ জানে না।