Sophie Devine Retirement: বিশ্বকাপ চলাকালীন 'চরম দুঃসংবাদ', অবসর নিলেন তারকা ক্রিকেটার

Sophie Devine: কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর ব্রিটিশ ক্রিকেটাররা তাঁকে 'গার্ড অফ অনার' দেয়। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Sophie Devine: কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর ব্রিটিশ ক্রিকেটাররা তাঁকে 'গার্ড অফ অনার' দেয়। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricketer Death

অবসর গ্রহণ করলেন সোফি ডিভাইন

Sophie Devine: ২০২৫ মহিলা বিশ্বকাপে ২৭ নম্বর ম্য়াচটা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ম্য়াচটা ৮ উইকেটে জিতে নেয়। এই পরাজয়ের পর একটা বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। কারণ কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর ব্রিটিশ ক্রিকেটাররা তাঁকে 'গার্ড অফ অনার' দেয়। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

IND W vs BAN W Live Cricket Score: বেগ বাড়ল বৃষ্টি, অনিশ্চিত, ভারত-বাংলাদেশ ম্য়াচ

যাত্রা শেষ নিউজিল্যান্ডের

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের যাত্রা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সোফি ডিভাইনের নেতৃত্বে কিউয়িরা একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। সেকারণে সেমিফাইনালের টিকিটও কনফার্ম করতে পারেনি নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ভারতের (IND W vs NZ W) বিরুদ্ধেও তারা হেরে গিয়েছিল। এই টুর্নামেন্টে ৭ ম্য়াচের মধ্যে নিউজিল্য়ান্ড মাত্র একটিতে জয়লাভ করেথে। চারটে ম্য়াচ তারা হেরে গিয়েছে। আর বৃষ্টির কারণে ২ ম্য়াচ ভেস্তে গিয়েছিল।

Advertisment

IND W vs NZ W Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, কোন অঙ্কে সেমিফাইনাল কনফার্ম হবে ভারতের?

এক নজরে দুর্দান্ত কেরিয়ার

৩৬ বছর বয়সি সোফি নিউজিল্যান্ডের হয়ে ১৫৯ ম্য়াচ খেলেছেন। তিনি ৩২.৬৬ ব্যাটিং গড়ে মোট ৪,২৭৯ রান করেন। গোটা কেরিয়ারে তিনি মোট ৯ শতরান এবং ১৮ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

IND W vs NZ W Live Updates: স্মৃতি-প্রতীকার জোড়া শতরানে নয়া ইতিহাস, ৩৭ বছর পর বিশ্বরেকর্ডের পুনরাবৃত্তি!

এর পাশাপাশি ১৪৬ টি-২০ ম্য়াচে তিনি ২৮.১২ ব্যাটিং গড়ে মোট ৩,৪৪১ রান করেছেন। এই ফরম্য়াটে তাঁর নামের পাশে একটি শতরান এবং ২১ হাফসেঞ্চুরি রয়েছে। বল হাতেও নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ১১১ উইকেট নেওয়ার পাশাপাশি টি-২০ ক্রিকেটেও ১১৯ উইকেট শিকার করেছেন তিনি।

IND W vs ENG W Highlights News: হারের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার, কোন অঙ্কে উঠবে সেমিফাইনালে?

৮ উইকেটে জয়লাাভ করল ইংল্যান্ড

রবিবাসরীয় ম্য়াচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে মোট ১৬৮ রান করে। এই ম্য়াচে সোফি ডিভাইন ৩৫ বলে ২৩ রান করেছেন। এর জবাবে ইংল্যান্ড ২৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে ফেলে।

Sophie Devine IND W vs NZ W New Zealand Cricket Team