/indian-express-bangla/media/media_files/2025/06/11/coxxCdWW8n08ZJdOVFB7.jpg)
জসপ্রীত বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
India vs England: ২০২৫ আইপিএল দামামা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এবার টিম ইন্ডিয়া (Indian Cricket Team) জাতীয় কর্তব্য পালনে নেমে পড়েছে। আপাতত তারা রয়েছে ইংল্যান্ড সফরে। আগামী ২০ জুন প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হবে। এই সিরিজে মোট পাঁচটি টেস্ট ম্য়াচ খেলা হবে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে এক নতুন ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ খেলতে গিয়েছে। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার এই দুই মহারথী ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তাঁর উপরেই আপাতত সকলের নজর রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, এই সিরিজে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন।
রেভ স্পোর্টসকে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে সৌরভ জানিয়েছেন, 'বুমরাহই ভারতীয় ক্রিকেট দলের ব্রহ্মাস্ত্র। শুভমান গিলের উচিত ওকে বুঝেশুনে ব্যবহার করা। এক দিনে যেন ১২ ওভারে বেশি বল না করায়। বুমরাহকে শুধুমাত্র উইকেট শিকারের দায়িত্ব দেওয়া উচিত। দলের বাকি বোলাররা যেন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে।'
India vs England: ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে বড় খবর, আনন্দে আত্মহারা ক্রিকেট সমর্থকরা
ইংল্যান্ডের চ্যালেঞ্জ, কিন্তু ভারতের সামনে জেতার সুযোগ
সৌরভ মনে করেন, 'খাতায়-কলমে ইংল্যান্ড ক্রিকেট দলকে আপাতত অনেকটাই শক্তিশালী মনে হতে পারে। কিন্তু, ভারতও পিছিয়ে থাকবে না।' তাঁর কথায়, যদি টিম ইন্ডিয়া ভাল ব্যাটিং এবং বুমরাহকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে জয়ের একটা বড়সড় সুযোগ থাকবে।
বুমরাহকে দিয়ে টানা বল করানো সম্ভব নয়
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, বুমরাহকে ফ্রন্টলাইন অ্যাটাকের জন্য বাঁচিয়ে রাখা উচিত। ওর পক্ষে টানা বল করা সম্ভব হবে না। যদি বুমরাহকে সামলে রাখা যায়, তাহলে ও যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারে।
India vs England 2nd ODI: দাপট থাকবে বোলারদের, পিচ দেখেই কটকে ২য় ম্যাচের দল সাজাচ্ছেন গম্ভীররা
'টেস্ট ব্যাটার হিসেবে ভাল পারফরম্য়ান্স করতে হবে শুভমানকে'
সেইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও যোগ করেছেন, একজন টেস্ট ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য শুভমান গিলকে এখনও অনেক কাজ করতে হবে। শুভমান একজন তরুণ অধিনায়ক। দেশবাসীর চোখে হিরো হয়ে ওঠার জন্য ইংল্যান্ডে ওকে যথেষ্ট রান করতে হবে। টেস্ট ব্যাটার হিসেবে ওর এখনও নিজেকে প্রমাণ করার প্রয়োজন আছে। এটা এমন একটা পরিস্থিতি যেখানে ওকে রান করতেই হবে। এখনও শুভমানের বয়স অনেকটাই কম। ফলে শেখার অনেক সুযোগ পাবে। একবার ভাবুন তো, শুভমান যদি রান করতে পারে, সেটা ওর পক্ষে কতটা ভাল হবে? দেশবাসীর চোখে হিরো হয়ে উঠবে। একজন ক্রিকেটার তো এমন সুযোগেরই অপেক্ষা করে।
ইংল্যান্ড সফরে জিততে পারবে ভারত?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথা অনুসারে, 'যদি এই সিরিজটা ভারতীয় ক্রিকেট দলকে জিততে হয়, তাহলে অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে। সেইসঙ্গে বুঝেশুনে ব্যবহার করতে হবে জসপ্রীত বুমরাহকেও। দলের অন্য় বোলারদেরও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি এই তিনটে জিনিস ঠিকঠাক হয়, তাহলে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দল ইতিহাস রচনা করতে পারবে।'