Stray Dog Bites: কুকুরের কামড়ে রক্তারক্তি কাণ্ড, 'আতঙ্ক' বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে!

World Para Athletics Championship 2025: ২০২৫ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসেছে এই টুর্নামেন্টের আসর। সেখানেই পথ কুকুরদের কামড়ে আহত হয়েছেন কেনিয়া এবং জাপানের কোচ।

World Para Athletics Championship 2025: ২০২৫ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসেছে এই টুর্নামেন্টের আসর। সেখানেই পথ কুকুরদের কামড়ে আহত হয়েছেন কেনিয়া এবং জাপানের কোচ।

author-image
Koushik Biswas
New Update
Indian Stray Dog

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পথ কুকুরদের তাণ্ডব, ছবিটি প্রতীকী

World Para Athletics Championship 2025: দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আপাতত ২০২৫ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসেছে। কিন্তু, এই আসরে পথ কুকুরদের (Stray Dog) তাণ্ডব সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। দুটো ভিন্ন ঘটনায় কেনিয়া এবং জাপানের কোচকে তারা কামড়েও দিয়েছে। সেকারণে টুর্নামেন্টের আয়োজকরা ইতিমধ্যে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছেন। যদিও ওই দুজন কোচকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 

Advertisment

Supreme Court on Stray Dog: পথকুকুরদের খাওয়ানোটা কী আপনার অভ্যাস? বিরাট রায় শীর্ষ আদালতের, জানুন কী বললেন বিচারপতি

কুকুরের কামড়ে পা থেকে রক্তপাত

কেনিয়া সরকারের প্রতিনিধি হিসেবে দলের সঙ্গে এসেছেন জোয়েল অটুটি। তিনি বলেছেন, 'আমাদের দলের কোচ ডেনিস মারাজিয়া কল রুমের সামনে দাঁড়িয়ে একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছিলেন। সেইসময় আচমকা একটি পথ কুকুর এসে ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে দেয়। ঘটনাটি সকাল ১০টা নাগাদ ঘটেছে। তাঁর পা থেকে গলগল করে রক্তপাত হচ্ছিল। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত মেডিক্যাল টিম দৌড়ে আসে। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি বিপদমুক্ত। তবে কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে।' অন্যদিকে, জাপানের কোচ মেইকো ওতুমৎসুও পথ কুকুরের কামড়ে আহত হয়েছেন। তিনি প্র্যাকটিস ট্র্যাকে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছিলেন।

Advertisment

RGV-Stray Dogs: 'জননিরাপত্তা আগে নাকি আবেগ?' পথকুকুরপ্রেমীদের 'অন্ধ-বোবা' কটাক্ষ পরিচালকের?

দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে

কল রুম হল সেই জায়গা যেখানে খেলোয়াড়রা ম্য়াচের আগে একজোট হন। জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুটো কল রুম রয়েছে। মূল স্টেডিয়ামের কয়েক মিটার দুরত্বেই রয়েছে এই দুটো কল রুম। টুর্নামেন্টের আয়োজকরা দাবি করেছেন, আহত ২ কোচের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার পর তাঁরা নিজেদের হোটেলে ফিরে যান।

Dog in train viral video: পথকুকুরের অবাক করা যাত্রা, নিজের স্টেশন চিনে ট্রেনে ওঠা-নামা, বিস্মিত নেটিজেনরা!

আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'এই টুর্নামেন্টের জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু, পথ কুকুরদের খাবার দেওয়ার কারণে তারা বারংবার মূল স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়ে। আর সেকারণেই গত ৩ অক্টোবর প্র্যাকটিস ট্র্যাকে দুটো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। জাপান এবং কেনিয়ার কোচকে কুকুররা কামড়ে দিয়েছে।'

stray Dogs SC Order: দিল্লির পথকুকুরদের আশ্রয়স্থলে রাখার নির্দেশ, সুপ্রিম রায়ে উষ্মা প্রকাশ জন টু জাহ্নবী-রবিনা থেকে বরুণ সহ আর কার?

কুকুর ধরার জন্য একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে

আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পথ কুকুরদের খাঁচাবন্দি করার জন্য একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এমসিডি-ও নিজেদের সতর্কতা আগের তুলনায় আরও বাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে পথ-কুকুরদের দ্রুত সরানো এবং হোমে পাঠানোর জন্য় বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট প্রতিনিধির নিরাপত্তা এবং স্বাস্থ্য নিয়ে কোনও সমঝোতা করা হবে না।

Stray Dog World Para Athletics Championship 2025