Subhasish Bose Defence: ইতিমধ্য়ে জমে উঠেছে ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) মরশুমের ফাইনাল ম্য়াচ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি খেলতে নেমেছে। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই অবশ্য গোল করতে পারেনি। তবে বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক সুনীল ছেত্রীর একটি নিশ্চিত গোল কিন্তু আটকে দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু।
ম্য়াচের ১৯ মিনিটে কর্নার কিক থেকে আক্রমণ শানিয়েছিল বেঙ্গালুরু এফসি। ভেসে আসা বলে মাথা ঠেকিয়েছিলেন সুনীল (Sunil Chhetri)। সঙ্গে সঙ্গে এফসি গোয়ার বিরুদ্ধে সুনীলের সেই বিধ্বংসী গোলটা মেরিনার্সদের ফ্ল্যাশব্যাকে ভাসতে শুরু করেছিল। কিন্তু, মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্যের নাম শুভাশিস বসু। অসাধারণ দক্ষতায় তিনি বলটা ব্লক করলেন।
Jason Cummings Goal Miss: এ কী করলেন কামিন্স? সহজতম গোলের সুযোগ হাতছাড়া বাগান তারকার
ততক্ষণে অবশ্য বাগানের বক্সে যথেষ্ট হুটোপাটি শুরু হয়ে গিয়েছে। আবার বেঙ্গালুরু ফুটবলাররা গোলমুখী শট মেরেছিলেন। কিন্তু, এবার বিশাল কাইথের নিশ্চিন্ত দস্তানায় সেই বলটা জমা পড়ে। শেষপর্যন্ত বেঙ্গালুরুর যাবতীয় গোলের সম্ভাবনা তখনকার মতো শেষ হয়ে যায়।
Mohun Bagan vs Bengaluru FC Live Streaming Online, ISL Final 2024-25: কখন-কোথায় লাইভ দেখবেন মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্য়াচ?
সুযোগ মিস করেন জেসন কামিন্স
এই ম্য়াচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। একের পর এক আক্রমণ শানিয়েছিল বেঙ্গালুরুর তেকাঠিতে। কিন্তু, একটাও গোল তারা করতে পারেনি। ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান।
ISL 2024-25 Prize Money: বেঙ্গালুরুকে হারাতে পারলে কত টাকা পাবে 'চ্যাম্পিয়ন' মোহনবাগান?
বক্সের মধ্যে ছিলেন আশিস রাই, জেসন কামিন্স এবং জেমি ম্য়াকলারেন। ম্য়াকলারেন গোলমুখী শট নিলেও গুরপ্রীতের হাত থেকে বলটা ছিটকে যায়। সামনেই দাঁড়িয়ে ছিলেন জেসন কামিন্স। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই অজি ফুটবলার। এরপর সানা সিং বলটা ক্লিয়ার করে দেন।
Mohun Bagan Super Giants: কোন রাস্তা ধরে ISL ফাইনালে উঠল মোহনবাগান? দেখে নিন হিসেবটা
তবে প্রথম ৪৫ মিনিটের খেলা যত শেষের দিকে এগিয়েছে, তত বেঙ্গালুরুর আক্রমণের ভিত অনেকটা শক্ত হয়েছে। আশা করা যায় ম্য়াচের দ্বিতীয়ার্ধে নতুন পরিকল্পনায় মাঠে নামবে দুটো দল। মোহনবাগান সমর্থকদের চোখ দিমি পেত্রাতোসকে খুঁজছে। পেত্রাতোসকে কতক্ষণে মাঠে নামান মলিনা, সেটা আপাতত দেখার।