Subhasish Bose Daughter: 'আমাদের যাবতীয় স্বপ্ন...', মেয়ের বাবা হয়ে কী বললেন শুভাশিস?

Subhasish Bose: বাবা হলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু। রবিবার (১০ অগাস্ট) তাঁর পরিবারে এক কন্যাসন্তান এসেছে। এই খবর প্রকাশ্যে আসতেই মেরিনার্সরা খুশিতে ভাসতে শুরু করেছেন।

Subhasish Bose: বাবা হলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু। রবিবার (১০ অগাস্ট) তাঁর পরিবারে এক কন্যাসন্তান এসেছে। এই খবর প্রকাশ্যে আসতেই মেরিনার্সরা খুশিতে ভাসতে শুরু করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Subhasish Bose Daughter

কন্যা সন্তানের বাবা হলেন শুভাশিস বসু

Mohun Bagan Super Giant: চলতি ডুরান্ড কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে সবুজ-মেরুন ব্রিগেড এই টুর্নামেন্টের নকআউট পর্বে নাম লিখিয়ে ফেলেছে। আর সেইসঙ্গে বাগান অধিনায়ক শুভাশিস বসুর (Subhasish Bose) পরিবারেও এসেছে এক খুশির খবর। শনিবার বিকেলবেলা (৯ অগাস্ট) এক কন্যা সন্তানের বাবা হয়েছেন শুভাশিস। আর রবিবাসরীয় দুপুরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন তিনি।

Advertisment

Mohun Bagan Super Giant Victory: 'সে তো ইস্টবেঙ্গলকেও ৫ গোল দিয়েছি...', জয়ের পর উল্লাস দেবাশিস দত্তের

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন শুভাশিস

Advertisment

শুভাশিস তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সপরিবারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রী কস্তুরী এবং মেয়ের সঙ্গে রয়েছেন বাগান অধিনায়ক। সঙ্গে ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'অবশেষে ও এসেছে। আমাদের বিগলিত করেছে। ও আমাদের যাবতীয় স্বপ্ন সার্থক করেছে। এই হল আমাদের কন্যা সন্তান।' খুব স্বাভাবিকভাবে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে একের পর এক কমেন্টও।

Mohun Bagan Super Giant: আদৌ ন্যায্য পেনাল্টি দেওয়া হয়েছে মোহনবাগানকে? কাঠগড়ায় ডুরান্ডের রেফারি

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘদিন ডেট করার পর ২০২১ সালে শুভাশিস এবং কস্তুরী বিয়ে করেন। গত এপ্রিল মাসে ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পরই পরিবারে নতুন সদস্য আগমনের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা স্ত্রী'র ছবি শেয়ার করেন। নিজের আনন্দটা ভাগ করে নেন সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গেও। অবশেষে শনিবার এল সেই সুখবর। কস্তুরী এবং শুভাশিস মা-বাবা হিসেবে পরিচিতি লাভ করলেন। 

Mohun Bagan Super Giant Win: পাঁচ গোলের মালা মোহনবাগানের, উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি

মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত ডুরান্ড কাপ খেলতে ব্যস্ত। শনিবার তারা গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। মেরিনার্সদের একাংশ দাবি করছেন, শুভাশিসের মেয়েই নাকি মোহনবাগানের সৌভাগ্য ফিরিয়ে এনেছে। আর সেকারণে তারা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ৫-১ গোলে জয়লাভ করেছে। ইতিমধ্যে বাগান অধিনায়কের সোশ্যাল মিডিয়া পেজে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তিরি লিখেছেন, 'গোটা পরিবারকে অভিনন্দন।' আবার সার্থক গোলুই লিখেছেন, 'তোমাদের দুজনকেই অসংখ্য শুভেচ্ছা।' সব মিলিয়ে আপাতত যে খুশির হাওয়া বইছে, তা বলা যেতেই পারে।

Mohun Bagan on Bengali Language: 'শহিদের রক্ত, কবির নোবেল...', বাংলা ভাষার সম্মানে গর্জে উঠল মোহনবাগান

তবে শুভাশিস ফের কবে মাঠে নামবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সূত্রের খবর, তিনি নাকি চোটের কারণে নতুন মরশুমে এখনও পর্যন্ত খেলতে নামেননি। যতদিন না পর্যন্ত তিনি সম্পূর্ণ ফিট হবেন, ততদিন মাঠের বাইরেই থাকবেন। যদিও দলের সঙ্গে তাঁকে নিয়মিত অনুশীলন করতে দেখা গিয়েছে।

Subhasish Bose Mohun Bagan Super Giant