Sunil Chhetri: এখনও অনিশ্চিত আইএসএল, বুকফাটা আর্তনাদ সুনীলের! বললেন...

Sunil Chhetri ISL 2025: ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি, তা দেখে রীতিমতো হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা রেকর্ড গোলদাতা সুনীল ছেত্রী। তাঁর কথায়, এই অবস্থা যথেষ্ট উদ্বেগজনক।

Sunil Chhetri ISL 2025: ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি, তা দেখে রীতিমতো হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা রেকর্ড গোলদাতা সুনীল ছেত্রী। তাঁর কথায়, এই অবস্থা যথেষ্ট উদ্বেগজনক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Chhetri BFC 2

বেঙ্গালুুরু এফসির তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রী

Sunil Chhetri: ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি, তা দেখে রীতিমতো হতাশ টিম ইন্ডিয়ার (Indian Football Team) অধিনায়ক তথা রেকর্ড গোলদাতা সুনীল ছেত্রী। তাঁর কথায়, এই অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। তবে তিনি আশা করছেন, আগামীদিনে পরিস্থিতি উন্নত হবে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুনীল ছেত্রী লিখেছেন, 'ভারতীয় ফুটবলের বর্তমান যে অবস্থা, সেটাকে যথেষ্ট উদ্বেগজনক বলা যেতেই পারে। ইতিমধ্যে আমি একাধিক ফুটবলার, স্টাফ সদস্য, ফিজিও এবং মাসিওরের থেকে মেসেজ পাচ্ছি। শুধুমাত্র আমার ক্লাব থেকেই নয়, দেশের অন্যান্য ফুটবল ক্লাবগুলোও এই একই উদ্বেগ প্রকাশ করেছে।'

Mohun Bagan Super Giant: ISL শুরুর আগে বিরাট ধাক্কা মোহনবাগানের, কেরালার পথে সবুজ-মেরুনের 'ঘরের ছেলে'

Advertisment

দেখে নিন সুনীলের ইনস্টা পোস্ট:

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতীয় ফুটবলের ইকো-সিস্টেম নিয়ে সকলেই বেশ চিন্তিত। অনিশ্চয়তার যে কালো মেঘ ঘনিয়ে এসেছে, তা নিয়ে সকলেই উদ্বিগ্ন এবং মর্মাহত।'

Mohun Bagan Super Giant: ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব

ইনস্টাগ্রামে সুনীল ছেত্রী এমন একটা সময়ে এই পোস্টটি করলেন, যখন আগামী মরশুমে দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট, ইন্ডিয়ান সুপার লিগ, আয়োজন করা হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে জারি করা হয়েছে স্থগিতাদেশ। উল্লেখ্য, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (FSDL) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) একটি চুক্তি (MRA) সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু, বিভিন্ন কারণবশত সেই চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে

ওই পোস্টে সুনীল আরও যোগ করেছেন, 'আমি আশা করছি, এই ফুটবল লিগের আয়োজকরা চাইবেন যে টুর্নামেন্টটা যে কোনও মূল্যে চালানো হোক। আশা করছি, শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যায়।'

ISL 2025-26 on hold: স্থগিত হয়ে গেল ISL, এক চিঠিতেই ছিন্নভিন্ন ভারতীয় ফুটবল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বছর সুনীল ছেত্রী মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছিলেন। ২০১৩ সাল থেকে দুই পর্বে তিনি বেঙ্গালুরু এফসি-র সঙ্গে যোগদান করেন। এই ক্লাবের হয়ে তিনি ইতিমধ্যেই ৭ খেতাব জয় করেছেন। এরমধ্যে ২ আই-লিগ ট্রফি এবং একবার আইএসএল খেতাব জিতেছেন।

Sunil Chhetri indian football team ISL 2025-26