/indian-express-bangla/media/media_files/2025/09/10/suryakumar-yadav-1-2025-09-10-23-15-55.jpg)
আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করলেন সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: জয় দিয়ে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে তারা সংযুক্ত আরব আমিরশাহীকে (India vs UAE) ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন কুলদীপ যাদব (৪ উইকেট), শিবম দুবে (৩ উইকেট) এবং অভিষেক শর্মা (১৬ বলে ৩০ রান)। টিম ইন্ডিয়ার জয়ের নেপথ্যে যে এই তিনজন ক্রিকেটারই রয়েছেন, তা বলা যেতে পারে। প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহী মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া হেসেখেলে ৪.৩ ওভারেই তা হাসিল করে নেয়।
তবে সবকিছুর মধ্যেও সূর্যকুমার যাদবের একটি সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। প্রথম ইনিংসের ১৩ ওভারে এমন একটি ঘটনার সাক্ষী হয় গোটা ক্রিকেট বিশ্ব, যা কোনও প্রশংসার মাপকাঠিতে বিচার করা যায় না। আরব আমিরশাহীর ব্যাটার জুনেইদ সিদ্দিকি আউট হওয়ার পরও, তাঁকে নট আউট দেওয়া হয়। আর এই সিদ্ধান্তের কারণে সূর্যকুমার যাদবের মন যে কতটা বড়, তা ফের প্রমাণ হয়ে গিয়েছে। আসুন, গোটা বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যাক।
Kuldeep Yadav Wickets: কপালটাই খারাপ কুলদীপের, অল্পের জন্য হাতছাড়া এই স্পেশাল রেকর্ড!
১২.৩ ওভারে ঘটে এই ঘটনাটি
১২.৩ ওভারে শিবম দুবের বলে আরব আমিরশাহীর ব্যাটার জুনেইদ সিদ্দিকি শট মারার চেষ্টা করেন। ইতিমধ্যে বলটা হাত থেকে ছাড়ার আগেই শিবমের কোমরে গুঁজে রাখা তোয়ালেটি মাটিতে পড়ে যায়। দুবের এই ডেলিভারিতে জুনেইদ পরাস্ত হয়েছিলেন। পরে তিনি তোয়ালে পড়ে যাওয়ার বিষয়টি ইঙ্গিত করেন। ইতিমধ্যে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জুনেইদ। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসন তাঁকে স্টাম্প আউট করে দেন। অন-ফিল্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানাতে বিন্দুমাত্র দেরি করেননি। কিন্তু, এরপর সূর্য আউটের আবেদন প্রত্যাহার করেন। এবং আম্পায়ার জুনেইদকে নট আউট বলে ঘোষণা করেন। যদিও পরের বলেই সিদ্দিকি বড় শট হাঁকাতে গিয়ে আউট হয়ে যান।
দেখে নিন ভিডিও:
CAPTAIN SURYA WINNING THE HEART WITH A NICE GESTURE. 👏❤️🩹🇮🇳
— Tarakholic (@surajtarak9999) September 10, 2025
Third Umpire says it's out.
- Suryakumar Yadav has withdrawn the appeal.🫡❤️🩹#INDvsUAE#AsiaCupLive#AshiaCups2025#SuryakumarYadav#bycottasiacup
https://t.co/utQtKtfggtpic.twitter.com/dE2XnGu4pW
১৩.১ ওভারেই শেষ হয়ে যায় আরব আমিরশাহীর ইনিংস
প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরশাহী যথেষ্ট হতাশ পারফরম্য়ান্স করল। মাত্র ১৩.১ ওভারে তারা ৫৭ রান করে অলআউট হয়ে যায়। দলের ওপেনিং ব্যাটার আলিশান শরাফু ১৭ বলে ২২ রান করেন। অন্যদিকে, অধিনায়ক মহম্মদ ওয়াসিম ২২ বলে করেছেন ১৯ রান। এরপর আরব আমিরশাহী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একটা সময় তারা ৪৭ রানে ২ উইকেট হারিয়েছিল। পরবর্তী ১০ রানের মধ্যেই আরবের ক্রিকেট দল ৮ উইকেট খুইয়ে বসে।
Indian Cricket Team: কাটতেই চাইছেন শনির দশা, অশ্লীলতার দায়ে ফের বিতর্কে ভারতের তারকা ক্রিকেটার
নজর কাড়লেন কুলদীপ যাদব
ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। তিনি মাত্র ২.১ ওভারে ৭ রান খরচ করে চারজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এর পাশাপাশি শিবম দুবে ২ ওভারে ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us