Advertisment

জিতিয়ে মাঠেই হাউহাউ কান্না কোহলির, কাঁধে তুলে নিলেন রোহিতও! দেখুন দূরত্ব ঘোচানোর সেই ভিডিও

কোহলিকে কাঁধে তুলে নিলেন রোহিত। ঘুচিয়ে দিলেন যাবতীয় ব্যবধান

author-image
Subhasish Hazra
New Update
NULL

কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস উপহার দিয়ে কোহলি দিওয়ালিতে পাকিস্তান বধ করলেন। তাও আবার মেলবোর্নে বিশ্বকাপের মঞ্চে। কোহলির ৫৩ বলে ৮২ এবং হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রান কার্যত হারা ম্যাচে জিতিয়ে দেয় ভারতকে। ম্যাচের একটা সময়ে ধরে নেওয়া হয়েছিল ভারত হয়ত থ্রিলারে শেষ হাসি হাসতে পারবে না। তবে কোহলি এবং পান্ডিয়া ব্যাট হাতে তা তান্ডব চালালেন এমসিজিতে।

Advertisment

৪ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে ভারত ম্যাচ জিততেই মেলবোর্ন স্বপ্নের দৃশ্য নিয়ে হাজির হল। ৯০ হাজারের গ্যালারিতে 'চাক দে' ধ্বনি উঠল। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দলকে জেতানোর পর কোহলির চোখ দিয়ে নেমে এল আনন্দের অশ্রু।

আরও পড়ুন: শাস্তি এড়াতে দুর্ধর্ষ প্ল্যানিং ভারতের! পাক ম্যাচে চমকে দেওয়া স্ট্র্যাটেজি নিয়ে হাজির রোহিতরা

ম্যাচ শেষ হতেই গোটা ভারতীয় দল মাঠে দৌড়ে নেমে পড়ল। সেই সেলিব্রেশনে অগ্রণী ভূমিকা পালন করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি প্ৰথমে আলিঙ্গন করেই কাঁধে তুলে নিয়ে মহানায়ককে।

পরে কোহলিকে প্রশংসায় ভাসিয়ে রোহিত স্টার স্পোর্টসে বলে যান, "অন্যতম সেরা নয়, ভারতের জার্সিতে এটা কোহলির সেরা ইনিংস। এই ম্যাচে আমরা কোনওভাবেই জেতার অবস্থায় ছিলাম না। তবে ক্রিজে যাঁরা ছিল (কোহলি, হার্দিক) তাঁরা অভিজ্ঞ। ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের আত্মবিশ্বাসের জন্যই এটা ভাল। এভাবে ম্যাচ শেষ করাটা বরাবর তৃপ্তিদায়ক।"

আরও পড়ুন: পাক ম্যাচের শুরুতেই কেঁদে ফেললেন রোহিত, মেলবোর্নে হাজির বিরল দৃশ্য, দেখুন ভিডিও

"আমি ড্রেসিংরুমে ছিলাম। বলার মত কোনও কথাই ছিল না। এরকম ম্যাচে এভাবে পারফর্ম করাটা প্রত্যাশিত। আমাদের প্ল্যানিং ছিল যত দূর সম্ভব ব্যাটিং করে যাওয়া। হার্দিক-রোহিতের পার্টনারশিপটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল।"

কোহলি উচ্ছ্বাসের সমুদ্রে ভাসতে ভাসতে ম্যাচের শেষে বলে যান, "অসম্ভব একটা পরিবেশ। জানি না কী হল! আমি সত্যি কথা হারিয়ে ফেলছি।"

আরও পড়ুন: নিশ্চিত ক্যাচ থেকে বঞ্চিত ভারত! পাক ম্যাচে তুমুল গালির বন্যা রোহিত-হার্দিকদের, রইল ভিডিও

১৬০ রান তাড়া করতে নেমে ভারত একসময় ৩১/৪ হয়ে গিয়ে ছিটকে গিয়েছিল ম্যাচ থেকে। রোহিত শর্মা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সূর্যকুমার যাদবও মাত্র ১৫ রান করে ফিরে যান। লোয়ার অর্ডারকে বাঁচিয়ে রাখার জন্য অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়েও লাভ হয়নি। তবে তারপরেই ভারতের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলি। দুজনে পঞ্চম উইকেটে ১১৩ রান যোগ করে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ৩৭ বলে ৪০ রান করে হার্দিকও ভারতের জয়ের অন্যতম স্থপতি।

T20 World Cup Virat Kohli Rohit Sharma ICC Cricket World Cup Cricket World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket
Advertisment