Tanzid Hasan Record: সাংঘাতিক ব্যাটিং, ঘুম কাড়লেন আফগানদের! এশিয়া কাপে নয়া রেকর্ড বাংলাদেশের এই ক্রিকেটারের

Bangladesh vs Afghanistan Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ এবং আফগানিস্তান খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলাদেশ ৮ রানে জয়লাভ করে।

Bangladesh vs Afghanistan Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ এবং আফগানিস্তান খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলাদেশ ৮ রানে জয়লাভ করে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tanzid Hasan Bangladesh Cricketer

বাংলাদেশের ক্রিকেটার তানজিদ হাসান

Tanzid Hasan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) নবম ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে টাইগারবাহিনী ৮ রানে জয়লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং আফগান বোলারদের বিরুদ্ধে ধুন্ধুমার ব্যাটিং করে। বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান এই ম্য়াচে আফগান বোলারদের বিরুদ্ধে ত্রাস হয়ে ওঠেন।

Advertisment

Rashid Khan Record: ইতিহাস গড়লেন রশিদ খান, চুরমার ভারতের তারকা বোলারের রেকর্ড!

এই ম্য়াচে তানজিদ মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। এরমধ্যে ৩০ রান তিনি শুধুমাত্র চার-ছক্কা হাঁকিয়েই সংগ্রহ করেছেন। হাফসেঞ্চুরি করার পাশাপাশি তানজিদ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একটি বড় রেকর্ড কায়েম করলেন। 

Advertisment

Bangladesh vs Afghanistan Asia Cup 2025 Highlights: আগুন বোলিং মুস্তাফিজের, আফগানিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ

বিধ্বংসী ব্যাটিং তানজিদ হাসানের

এই ম্য়াচে টস জেতার পর শুরুর দিকে দুর্দান্ত ব্যাটং করে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম উইকেটে তানজিদ হাসান এবং সইফ জুটি মাত্র ৬.৪ ওভারে ৬৩ রান তুলে ফেলে। এই ম্য়াচে সইফও দুর্দান্ত ব্যাটিং করলেন। মাত্র ২৮ বলে তিনি ৩০ রান করেন। এই ইনিংসে তিনি ২ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।

Bangladesh Cricket Controversy: স্টাম্পে লাগল বল, জ্বলল আলোও! তবুও কেন আউট হলেন না বাংলাদেশি ব্যাটার?

অধিনায়ক লিটন দাস অবশ্য ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। মাত্র ৯ রান করে আউট হয়ে যান। যদিও একটা দিক সামলে রাখেন তানজিদ। তিনি ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন। মাত্র ২৮ বলে করেন হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত তিনি ৩১ বলে ৪ চার এবং ৩ ছক্কার দৌলতে ৫২ রান করেন।

Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের

বড় রেকর্ড গড়লেন তানজিদ হাসান

আবু ধাবি ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে তানজিদ হাসান যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। এই তালিকায় তিনি মিচেল মার্শের রেকর্ড স্পর্শ করেন। ২০২১ সালে মার্শও এই গ্রাউন্ডে মাত্র ২৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন। তবে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক মহম্মদ বাসিম। দ্রুততম হাফসেঞ্চুরি তিনিই হাঁকিয়েছেন।

২০২১ সালে বাসিম আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গত ২ ম্য়াচে তানজিদ হাসান একেবারে ফ্লপ হয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তো তিনি রানের খাতাই খুলতে পারেননি। অন্যদিকে, হংকংয়ের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৪ রান।

Asia Cup 2025 Bangladesh Cricket Team Tanzid Hasan