/indian-express-bangla/media/media_files/2025/09/05/indian-cricket-team-jersey-2025-09-05-14-27-11.jpg)
অনেকটাই কমে গেল টিম ইন্ডিয়ার জার্সির দাম
Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) নির্ঘণ্ট যত সামনের দিকে এগিয়ে আসছে, টিম ইন্ডিয়ার জার্সির চাহিদা ততই বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের জার্সির দাম (Team India Jersey Price) মধ্যবিত্তের নাগালে চলে এসেছে। অ্যাডিডাস সংস্থার পক্ষ থেকে ক্রিকেটারদের জার্সিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
Indian Cricket Team: শতাধিক টেস্ট খেললেও কখনও নেতৃত্ব দেননি টিম ইন্ডিয়াকে! চেনেন এই ৫ ক্রিকেটারকে?
প্রসঙ্গত, যে জার্সির দাম ইতিপূর্বে ৫,৯৯৯ টাকা ছিল, সেটাই এখন অ্যাডিডাস ওয়েবসাইট থেকে ১,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, মহিলা ক্রিকেট দলের জার্সিও এই একই দামে পাওয়া যাচ্ছে।
কেন আচমকা এমন জলের দরে বিকোচ্ছে টিম ইন্ডিয়ার জার্সি?
এই দাম পরিবর্তনের সবথেকে বড় কারণ হল মূল স্পনসরশিপ হিসেবে ড্রিম ইলেভেনের বিদায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনলাইন গেমিং সংক্রান্ত নয়া আইন পাস করেছে। সেখানে রিয়াল-মানি গেমিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ড্রিম ইলেভেনের ব্যবসা এটার উপরেই দাঁড়িয়ে ছিল। সেকারণে এই সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যেই যাবতীয় চুক্তিভঙ্গ করেছে।
Indian Cricket Team: বুমরাহে শুরু, সিরাজে শেষ! পেস বোলিং সংকট কীভাবে মোকাবিলা করবে টিম ইন্ডিয়া?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল। এই চুক্তির মোট আর্থিক অঙ্ক ছিল ৩৫৮ কোটি টাকা। ইতিপূর্বে, ২০১৯ সালে Oppo-র সঙ্গে বিসিসিআই-এর চুক্তি মাঝপথেই ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর Byju’s এবং সবশেষে Dream11 টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর করেছিল।
কীভাবে কিনবেন টিম ইন্ডিয়ার জার্সি?
- সবার আগে আপনাকে অ্যাডিডাসের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে সার্চ অপশন আসবে। সেখানে টিম ইন্ডিয়ার জার্সি লিখতে হবে।
- লেখার পর আপনার সামনে টিম ইন্ডিয়ার যাবতীয় জার্সির ছবি এবং তার দাম চলে আসবে।
- বাচ্চা হোক কিংবা বড়, প্রত্যেক বয়সের জন্যই মোটামুটি জার্সি এখানে পাওয়া যাবে।
- ভারতীয় ক্রিকেট দলের অরিজিনাল টি-২০ জার্সির দাম আগে ৫,৯৯৯ টাকা ছিল।
- এবার সেই দাম ৮০ শতাংশ কমে গিয়েছে। আর সেটা মাত্র ১,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
- এরপর আপনাকে সঠিক সাইজ নির্বাচন করে নিজের ঠিকানা দিতে হবে। আর যেভাবে পেমেন্ট করতে চাইবেন, সেটাই করতে হবে।