Indian Cricket Team: সম্প্রতি পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করবে, তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। তবে শেষ পর্যন্ত এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-২ ব্যবধানে ড্র করে। সঙ্গে শুভমান গিলের ক্যাপ্টেন্সিও যথেষ্ট প্রশংসিত হয়েছে। তবে একটা সমস্যা কিন্তু কাঁটার মতো ভারতীয় ক্রিকেট দলের গলায় আটকে রয়েছে। আর সেটা হল বিদেশের মাটিতে ভারতের পেস বোলিং সংকট!
Indian Cricket Team: ম্যান ইউয়ের ডেরায় টিম ইন্ডিয়া, খেলল ফুটবল ম্যাচ, পেনাল্টি থেকে কে গোল করল জানেন?
বলতে বাধা নেই, এই সিরিজের তিন ম্য়াচ শেষ হতে না হতেই টিম ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়েছে। পেশিতে চোটের কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির হাঁটুতেও চোট ছিল। ম্যানচেস্টারে আর্শদীপ সিংয়ের ডেবিউ করার একটা কথা শোনা গিয়েছিল। কিন্তু, নেটে বল বল করার সময় তিনিও চোট পান এবং গোটা সিরিজ থেকে ছিটকে যান।
Indian Cricket Team: বাংলাদেশ নয়, এবার এই দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া!
এখন সবচেয়ে বড় সমস্যা হল, কোনও ফাস্ট বোলার যদি চোট পান, তাহলে সম্পূর্ণ সুস্থ হতে বেশ অনেকদিন সময় লেগে যাচ্ছে। অন্যভাবে বলতে গেলে, এই চোটের কারণে তাঁরা একাধিক ম্য়াচ খেলতে পারছেন না। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ভারতীয় পেস বোলারদের জন্য গৌতম গম্ভীর নেটে আরও বেশি সময় ধার্য্য করতেই পারেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হোক, দেশের বিভিন্ন প্রান্তে যে ক্রিকেট অ্যাকাডেমিগুলো রয়েছে সেখানকার কোচেরা যেন একেবারে তৃণমূল স্তর থেকেই বিষয়টার উপর নজরদারি চালান। বোলিং এবং স্প্রিন্টিংয়ের পাশাপাশি জিমে একজন পেস বোলার কতটা সময় কাটাচ্ছেন, সেটার উপরেও বেশি করে নজর রাখা উচিত। হয়ত এর ফলাফল একেবারে হাতেনাতে পাওয়া যাবে না। ফলে একটা বিষয় স্পষ্ট যে টিম ইন্ডিয়াকে আপাতত এই পেস বোলিং সংকটের মধ্যে দিয়েই এগোতে হবে। কিন্তু, কোথাও না কোথাও একটা আশার আলো তো দেখা যাবে।
Indian Cricket Team Video: অনুশীলনেই ধুন্ধুমার ঝামেলা, একে অপরের দিকে তেড়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা! ভাইরাল ভিডিও
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) একাই কাঁপিয়ে দিয়েছেন। টানা ৫ টেস্ট ম্য়াচ খেলে কার্যত নজির কায়েম করেছেন তিনি। কিন্তু, শুধুমাত্র সিরাজকে দিয়ে যদি ভারতীয় পেস বোলিং ডিপার্টমেন্টকে যদি কেউ বিচার করতে যান, তাহলে খুব ভুল করবেন। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের বাকি বোলাররা যতগুলো বল করেছেন, তার তুলনায় প্রায় দ্বিগুণ বল করেছেন সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশ দীপ দুজন মিলে যা উইকেট শিকার করেছেন, তার থেকে মাত্র ৪ উইকেট কম শিকার করেছেন সিরাজ।
Indian Cricket Team: না কোনও বিমান, না টিম বাস! লোকাল ট্রেনে চড়ে প্রথম টেস্ট খেলতে গেল ভারত
ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে আলোচনা
গত ২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। ২০২৩-২৪ মরশুমে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু করলে মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত ২০ টেস্ট ম্যাচ খেলেছেন। করেছেন ৩,১৪৪ বল। সেখানে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) শুধুমাত্র এই ফরম্যাটে খেলেছেন ১৮ টেস্ট ম্য়াচ এবং করেছেন ৩,০৮০ বল। এরপর তৃতীয় স্থানে রয়েছেন আকাশ দীপ (১,৫৩৬)। মহম্মদ সামি যেভাবে বারংবার চোটের কবলে পড়ছেন, সেকারণে তাঁকে এই তালিকায় না রাখাই ভাল। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামিকে শেষবার লাল বলের ক্রিকেটে দেখতে পাওয়া গিয়েছিল। বুমরাহ এবং সিরাজের জায়গায় আপাতত যে তিনি ফিট হবেন না, তা বলাই বাহুল্য।
Indian Cricket Team: ব্রিটিশ বধের লক্ষ্যে ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, কে হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?
প্রভাবিত করতে পারেননি নতুন পেসাররা
ভারতীয় ক্রিকেট দলে ইতিমধ্যে ৬ তরুণ পেস বোলার ইতিমধ্যে ডেবিউ করেছেন। কিন্তু, সিরাজ এবং বুমরাহের সিংহাসন তাঁরা এখনও পর্যন্ত কেউ দখল করতে পারেননি। আকাশ দীপ, হর্ষিত রানা এবং অংশুল কম্বোজকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, আকাশ দীপ ছাড়া বাকি ২ জন সেভাবে প্রভাবিত করতে পারেননি। এজবাস্টনে ম্য়াচ জয়ী বোলিং পারফরম্যান্স করলেও, তাঁর পারফরম্য়ান্সে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে।
Chappell praises Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী বিশ্বখ্যাত কোচের!
ইংল্যান্ড সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঘরোয়া ক্রিকেটে সাফল্যের ভিত্তিতে অংশুল কম্বোজকে ডেকে নিয়েছিল। কিন্তু, তাঁর বোলিংয়ে গতি এবং গভীরতা কোনওটাই দেখতে পাওয়া যায়নি। কম্বোজের একটাও ডেলিভারি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করেনি। পাশাপাশি দেখা যায়নি সুইংও। এই তালিকায় আপাতত নাম রয়েছে আভেশ খান, কুলদীপ সেন, আর্শদীপ, হর্ষিত রানা, খলিল আহমেদরা। কিন্তু, কারোর মধ্যেই সেই অর্থে কোনও সম্ভাবনা দেখতে পাওয়া যায়নি। টেস্ট ক্রিকেটে পেস বোলিং নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাতত কী ভাবনাচিন্তা করছেন, সেটাই আপাতত দেখার।