/indian-express-bangla/media/media_files/2025/10/27/sports-trending-27-october-2025-10-27-22-38-54.jpg)
দিনের সেরা ৫ খেলার খবর
Top 5 Sports News: সোমবার (২৭ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা আচমকা অবনতি হয়েছে। সেকারণে তাঁকে ICU-তে ভর্তি করা হয়। অন্যদিকে, পায়ে চোটের কারণে আসন্ন BWF ট্যুর থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ICU-তে ভর্তি করা হল শ্রেয়সকে
সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আপাতত সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে, শ্রেয়সের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। শরীরের মধ্যে হচ্ছে প্রবল রক্তক্ষরণ।
পড়ুন বিস্তারিত:
Shreyas Iyer in ICU: আচমকা শারীরিক অবস্থার অবনতি, ICU-তে ভর্তি করা হল শ্রেয়সকে
নাম প্রত্যাহার সিন্ধুর
আসন্ন BWF ট্যুর ইভেন্ট থেকেই ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu) নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তাঁর পায়ের চোট। যুক্তরাষ্ট্রীয় লিগের ঠিক আগেই সিন্ধু এই চোট পেয়েছিলেন। সেকারণে তিনি নিজের সেরা পারফরম্য়ান্স করতে পারেননি।
পড়ুন বিস্তারিত:
PV Sindhu Badminton: ব্যাডমিন্টন ছেড়ে দিচ্ছেন পিভি সিন্ধু? সামনে এল চাঞ্চল্যকর খবর
বিশ্বকাপ থেকে বিদায় প্রতীকার
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই বড়সড় ধাক্কা খেল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় প্রতীকা রাওয়াল (Pratika Rawal) পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন। আর সেই চোটের কারণেই বিশ্বকাপের বাকি ২ ম্য়াচ (যদি ভারত ফাইনালে ওঠে) থেকে ছিটকে গেলেন।
পড়ুন বিস্তারিত:
Pratika Rawal Injury Update: মারাত্মক দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়, শেষ হল যাবতীয় আশা!
ঈশ্বরকে ধন্যবাদ সংগ্রামের
গত রবিবার (২৬ অক্টোবর) ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হলেন প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায় (Sangram Mukherjee)। কল্যাণী হাইওয়েতে তাঁর গাড়ি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই দুর্ঘটনার কথা শেয়ার করলেন তিনি।
পড়ুন বিস্তারিত:
Footballer Injury Update: 'কেউ বাঁচাতে পারত না...', দুর্ঘটনার পর ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সংগ্রাম
ভুল শোধরাতে চায় ইস্টবেঙ্গল
চলতি সুপার কাপের প্রথম ম্য়াচে ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। মঙ্গলবার (২৮ অক্টোবর) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। গত ম্য়াচের ভুল শুধরেই মাঠে নামতে চান ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। কী বললেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।
পড়ুন বিস্তারিত:
East Bengal FC: কোন ছকে চেন্নাই বধ করতে চাইছেন অস্কার? শুনলে অবাক হবেন আপনিও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us