Top 5 Sports News, 29 October: টিম ইন্ডিয়ার বজ্রপাত থেকে ইতিহাস দক্ষিণ আফ্রিকার, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বুধবার (২৯ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বুধবার (২৯ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Sports Trending 29 October

দেখে নিন একনজরে

Top 5 Sports News: বুধবার (২৯ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ। অন্যদিকে, মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই  ৫ সেরা খবর।

Advertisment

বৃষ্টিতে সলিল-সমাধি

ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা ক্যানবেরায় আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ শেষপর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেল। টস জেতার পর অস্ট্রেলিয়া এই ম্য়াচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ব্যাটাররা ৯.৪ ওভার ব্যাট করেছিল। এক উইকেট হারিয়ে তারা ৯৭ রান করে।

আরও পড়ুন:

IND vs AUS 1st T20I Cancelled: বৃষ্টিতেই সলিল-সমাধি, ভেস্তে গেল প্রথম টি-২০ ম্য়াচ

Advertisment

বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর এই জয়ের পাশাপাশি তারা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়।

আরও পড়ুন:

Women's ODI World Cup 2025: ডুবল ব্রিটিশ সূর্য, বিশ্বকাপ ফাইনালে 'ইতিহাস' দক্ষিণ আফ্রিকার

সূর্যকুমার যাদবের নয়া রেকর্ড

ক্যানবেরায় বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে একটি বড় মাইলফলক স্পর্শ করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার নয়া 'সিক্সার কিং' তকমা। রোহিত শর্মার একটি বড় রেকর্ড তিনি চুরমার করে দিলেন।

আরও পড়ুন:

Suryakumar Yadav New Record: সূর্যকুমার যাদবই নয়া 'সিক্সার কিং'? চুরমার করলেন রোহিতের রেকর্ড

মারাত্মক চোট নীতীশ রেড্ডির

মারাত্মক চোট পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচের আগে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নীতীশকে নিয়ে আপডেট দিয়েছে। সেখানে বলা হয়েছে, এই সিরিজের প্রথম তিনটে টি-২০ ম্যাচে তিনি খেলতে পারবেন না।

আরও পড়ুন: 

IND vs AUS 1st T20I News Update: সিরিজ শুরুর আগেই 'ভয়ঙ্কর দুঃসংবাদ', মাথায় হাত টিম ইন্ডিয়ার

হুঙ্কার অস্কারের

চেন্নাইন এফসি-র বিরুদ্ধে জিততে না জিততেই লাল-হলুদ ব্রিগেডের (East Bengal FC) 'হেড স্যার' অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) বড়সড় একটি মন্তব্য করলেন। সাফ জানিয়ে দিলেন, এই জয়ে অত্যন্ত খুশি তিনি। পাশাপাশি জয়ের যাবতীয় কৃতিত্ব তিনি দলের ফুটবলারদের দিলেন।

আরও পড়ুন:

East Bengal FC News Update: অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ডার্বির আগে 'বিস্ফোরক' অস্কার!

Oscar Bruzon East Bengal FC Nitish Kumar Reddy Suryakumar Yadav Women’s ODI World Cup 2025 India vs Australia