Women's ODI World Cup 2025: ডুবল ব্রিটিশ সূর্য, বিশ্বকাপ ফাইনালে 'ইতিহাস' দক্ষিণ আফ্রিকার

Women's ODI World Cup 2025: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ আপাতত শেষলগ্নে এসে উপস্থিত। টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

Women's ODI World Cup 2025: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ আপাতত শেষলগ্নে এসে উপস্থিত। টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Laura Wolvaardt

শতরান হাঁকালেন লরা উলভার্ট

Women's ODI World Cup 2025: মহিলা ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর এই জয়ের পাশাপাশি তারা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং অস্ট্রেলিয়া (IND W vs AUS W) খেলতে নামবে। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) টিকিট কনফার্ম করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Advertisment

IND W vs AUS W Semifinal, Rain Forecast: ক্রমশ বাড়ছে চিন্তা, সেমিফাইনালে বৃষ্টি হলেই বিদায় নিশ্চিত ভারতের?

যাইহোক, এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করেছিল। জবাবে ইংল্যান্ড ৫০ ওভার পর্যন্ত ব্যাটিংই করতে পারল না। ৪২.৩ ওভারে তারা ১৯৪ রান করে অলআউট হয়ে যায়। এই প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।

Advertisment

IND W vs BAN W Latest News: বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ ম্য়াচ, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়াল টিম ইন্ডিয়া?

দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কোচিত ইনিংস খেললেন লরা উলভার্ট

সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, এই সিদ্ধান্ত একেবারেই ভুল প্রমাণিত হয়। প্রোটিয়া ব্রিগেডের হয়ে একটা দিক ধরে রাখেন লরা উলভার্ট। ১৪৩ বলে তিনি ২০ চার এবং ৪ ছক্কার দৌলতে ১৬৯ রানের একটি মহাকাব্যিক ইনিংস খেললেন। প্রথম উইকেটে তিনি তাজ়মিন ব্রিৎজ়ের সঙ্গে জুটি বেঁধে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ম্য়াচে ব্রিৎজ় ৪৫ রান করেন। 

IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?

প্রথম উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা হলেও টলমলিয়ে গিয়েছিল। একটা সময় ২০২ রানে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে লড়াকু ইনিংস খেলে দলকে কার্যত টেনে তুললেন লরা উলভার্ট। তাঁর এই ইনিংস দক্ষিণ আফ্রিকাকে শুধুমাত্র বড় রান খাড়া করতে সাহায্য করেনি, বরং ক্রিকেট ইতিহাসে এমন এক ইনিংসের জন্ম হল যা অনেকদিন মনে থাকবে। ৪৮ ওভারে আউট হলেন উলভার্ট। ইংল্যান্ড বোলিংয়ের কথা যদি বলতে হয়, তাহলে সবথেকে বেশি সাফল্য পেয়েছেন সোফি একলেস্টন। ১০ ওভারে তিনি ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, লরেন বেল পেয়েছেন ২ উইকেট।

শুরুটা একেবারেই জঘন্য করল ইংল্যান্ড

৩২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট দল শুরুটা একেবারেই খারাপ করেছিল। দলের শীর্ষ ৩ ব্যাটার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। ২ ব্যাটার শূন্য রানে এবং তিনজন ব্যাটার ১ রান করে ফিরে য়ান। এই জায়গা থেকে কামব্যাক করার কোনও রাস্তাই আর খোলা ছিল না ব্রিটিশদের সামনে। তবে চতুর্থ উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অ্যালিস ক্যাপ্সি ১০৭ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু, ক্যাপ্সি এবং ব্রান্ট আউট হতে ইংল্যান্ডের ইনিংস কার্যত শেষ হয়ে যায়।

IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ

এই ২ ব্রিটিশ ব্যাটারই হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ক্যাপ্সি ৫০ রান করেন এবং ন্যাট শিভার ব্রান্ট করেন ৬৪ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মারিজেন ক্যাপ্প দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি একাই ৫ উইকেট শিকার করেন। এবার দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।

IND W vs AUS W Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025