/indian-express-bangla/media/media_files/2025/04/01/ZzdNN5odrylDluBcfvA1.jpg)
২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করলেন বিরাট কোহলি
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) মঙ্গলবার (১ এপ্রিল) একটি বড় ঘোষণা করেছেন। ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে (ODI World Cup 2027) খেলার ব্যাপারে একটি বড়সড় আপডেট দিয়েছেন তিনি। একটি অনুষ্ঠানে এসে কিং কোহলি জানিয়েছেন, তাঁর আগামী লক্ষ্য হল একদিনের ক্রিকেট বিশ্বকাপ জেতা। বিরাটের এই মন্তব্য কার্যত দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওয় বিরাট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ২০২৭ বিশ্বকাপ তিনি শুধুমাত্র খেলতেই চান না, সেটা জিততেও চান।
দেখে নিন সেই ভিডিও:
Question: Seeing In The Present, Any Hints About The Next Big Step?
— virat_kohli_18_club (@KohliSensation) April 1, 2025
Virat Kohli Said: The Next Big Step? I Don't Know. Maybe Try To Win The Next World Cup 2027.🏆🤞 pic.twitter.com/aq6V9Xb7uU
২০২৩ সালে হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) মুঠোয় একদিনের ক্রিকেট বিশ্বকাপ প্রায় চলেই এসেছিল। কিন্তু, অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়। ওই টুর্নামেন্টে বিরাট ১১ ম্য়াচে ৯৫.৬২ ব্যাটিং গড়ে মোট ৭৬৫ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে তিনটে শতরান এবং ৬ ফিফটি বেরিয়ে এসেছিল। সেকারণে তাঁকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও নির্বাচন করা হয়।
Virat Kohli: কড়া চোখে ধমকের চেষ্টা কোহলির, পালটা জবাব খলিলেরও! দেখুন ভিডিও
ভারতের হারের পর ভেঙে পড়েছিলেন বিরাট
এই টুর্নামেন্টে (Cricket World Cup) সেরা ক্রিকেটারের খেতাব জিতলেও, টিম ইন্ডিয়ার পরাজয়ে বিরাট কোহলি একেবারে ভেঙে পড়েছিলেন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কোনও কথা বলেননি তিনি। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা অনুমান করছিলেন যে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত করেছিলেন ৭৬ রান
যদিও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের জয় ২০২৭ বিশ্বকাপের রাস্তা অনেকটাই মসৃণ করে দিয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মারমুখী মেজাজে ছিলেন বিরাট কোহলি। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ম্যাচজয়ী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন।
Kohli-Rohit’s Dandiya: দেখুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পর ডান্ডিয়া নাচে মাতলেন কোহলি-রোহিত!
অন্যদিকে, এই টুর্নামেন্টের লিগ পর্যায়ে রোহিত শর্মা (Rohit Sharma) অবশ্য খুব একটা ভাল ব্য়াটিং পারফরম্য়ান্স করতে পারেননি। তবে ফাইনাল ম্য়াচে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনি ৭৬ রান করেছিলেন। তাঁর এই ব্যাটিংয়ের দৌলতেই ভারত ৪৯ ওভারের মধ্যে টার্গেট হাসিল করে নেয় এবং তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে।
Virat Kohli Dance: 'ঝুমে জো পাঠান', শাহরুখের গানে নাচলেন বিরাট! দেখে নিন ভিডিও