/indian-express-bangla/media/media_files/2025/10/05/virat-kohli-4-2025-10-05-22-10-53.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
Virat Kohli: একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন বিরাট কোহলি? অ্যাডিলেডে ভারতের পরাজয়ের পর এই প্রশ্নটাই আপাতত ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সমর্থকদের কুরে-কুরে খাচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ২২ বল বাকি থাকতেই সেই টার্গেট অর্জন করে ফেলে।
Ind vs Aus Cricket Score, 2nd ODI Highlights: শেষ যাবতীয় আশা, সিরিজে লজ্জার হার ভারতের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
গত এক দশক ধরে ওয়ানডে ক্রিকেটে রাজত্ব করেছেন বিরাট কোহলি। কিন্তু, চলতি ওয়ানডে সিরিজে তিনি একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারছেন না। বৃহস্পতিবার অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচেও কোহলি শূন্য রানে আউট হয়ে গেলেন। ইতিপূর্বে, পারথেও তিনি রানের খাতা খুলতে পারেননি। ১৭ বছরের ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে কোহলি এই প্রথমবার পরপর ২ ইনিংসে শূন্য রানে আউট হলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ফ্লপ হওয়ার পরই বিরাটের অবসর গুঞ্জন আরও তীব্রতর হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাডিলেডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন বিরাট।
Virat Kohli Duck: বিরাটকে নিয়ে চরম দুঃসংবাদ, হা-হুতাশ করছেন সমর্থকরা
বিরাটের অবসর নিয়ে আচমকা কেন শুরু জল্পনা?
অ্যাডিলেডে শূন্য রানে আউট হওয়ার পর বিরাট কোহলি যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, সেইসময় তাঁক চোখে-মুখে স্পষ্টতই হতাশা দেখতে পাওয়া যাচ্ছিল। যেই না তিনি বাউন্ডারির কাছাকাছি আসেন, ঠিক তখনই গ্যালারিতে উপস্থিত দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান এবং করতালি দিয়ে গোটা মাঠ ভরিয়ে দেন। এই পরিস্থিতিতে কোহলিও হাতের গ্লাভস তুলে ধরে যেভাবে অভিবাদন গ্রহণ করলেন, তা দেখে অনেকেই অনেক কথা বলতে শুরু করেছেন।
যদিও এই ইঙ্গিতের পিছনে ২ অর্থ থাকতে পারে। প্রথমত, অ্যাডিলেডে বিরাট কোহলি কেরিয়ারের শেষ ওয়ানডে ম্য়াচ খেলে ফেললেন। তিনি খুব ভাল করেই জানেন যে এরপর আর কখনও অ্যাডিলেডে খেলতে আসবেন না। এই পরিস্থিতিতে প্রিয় মাঠ ছেড়ে যাওয়ার আগে সমর্থকদের অভিবাদন কুড়োলেন তিনি। অন্যদিকে, এটাও হতে পারে যে বিরাট বুঝে গিয়েছেন যে তাঁর ওয়ানডে কেরিয়ার আপাতত অন্তিম ধাপে দাঁড়িয়ে রয়েছে। সিডনিতে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলার পর তিনি এই ফরম্য়াটকেও বিদায় জানাতে পারেন।
Virat Kohli Shameful Record: কামব্যাক ম্য়াচে লজ্জার রেকর্ড কোহলির, ভাঙল সমর্থকদের হৃদয়
তবে অনেকে আবার বলছেন, এই পরিস্থিতিতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলির পক্ষে বেশ কঠিন হয়ে যাবে। কারণ, ইতিপূর্বে বেশ কয়েকবার তিনি বলেছেন,২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান তিনি। এই পরিস্থিতিতে মাত্র ২ ইনিংসে ফ্লপ হওয়ার কারণেই যে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন, এতটাও নরম মানসিকতা কোহলির নয়। আপাতত সবকিছু সিডনি ওয়ানডের উপর নির্ভর করছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us