Advertisment

বোর্ডের প্রস্তাবে নারাজ! সরাসরি বিদ্রোহের ইঙ্গিত বিরাট-রোহিতের

বিবাদ ক্রমশ বাড়ছে, এমন অবস্থায় বোর্ডের তরফে দু-ই ক্রিকেটারের একজনের কাছে প্রস্তাব রাখা হয়েছিল, যাতে তিনি নিজের অ্যাকাউন্টে লেখেন, ড্রেসিংরুমের পরিস্থিতি একদমই নির্ঝঞ্ঝাট। কোনও সমস্যা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli and rohit sharma

বিরাট কোহলি ও রোহিত শর্মা, যুযুধান দুই ক্রিকেটার (টুইটার)

বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। সরাসরি তা প্রত্যাখ্যান করলেন সেই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনও করছেন না অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের ফাটল আরও চওড়া হচ্ছে, প্রতিদিনই। থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। বিরাট কোহলি, রোহিত শর্মার দ্বন্দ্ব নিয়ে প্রচারমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন বেরোনোর পরে বোর্ডের তরফে খারিজ করে দেওয়া হয়েছিল এই খবর। তবে ঘটনায় ইন্ধন জোগায় রোহিত শর্মার ইনস্টাগ্রাম-কীর্তি। নিজের অ্যাকাউন্ট থেকে আগেই কোহলিকে ফলো করা বন্ধ করে দিয়েছিলেন। এবার আনফলো করে দিয়েছেন অনুষ্কা শর্মাকেও।

Advertisment

বিবাদ ক্রমশ বাড়ছে, এমন অবস্থায় বোর্ডের তরফে দু-ই ক্রিকেটারের একজনের কাছে প্রস্তাব রাখা হয়েছিল, যাতে তিনি নিজের অ্যাকাউন্টে লেখেন, ড্রেসিংরুমের পরিস্থিতি একদমই নির্ঝঞ্ঝাট। কোনও সমস্যা নেই। তা লেখার জন্য। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন স্বয়ং সেই ক্রিকেটার।

আরও পড়ুন ছেঁটে ফেলা হল ভারতীয় কোচ! দায়িত্বে কোহলিরই প্রাক্তন গুরু ভেত্তোরি

অনুষ্কা-রীতিকার মুখ দেখাদেখি বন্ধ! বিশ্বকাপের মাঝেই স্ত্রী-বিতর্ক শ্রীলঙ্কা ম্য়াচে

বোর্ডের এক পদাধিকারী সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে জানিয়েছেন, "প্রত্যেকেই বুঝতে পারছে ক্রমশ টেনশন গ্রাস করছে ড্রেসিংরুমকে। সিওএ সর্বোতভাবে এই দ্বন্দ্বের গুজব মিডিয়ায় নাকচ করে দিয়েছে একাধিকবার। এর মধ্যেই একজন কর্তা সিনিয়র এক ক্রিকেটারকে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সদ্ব্যর্থক বার্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তারপরে কোনও হেলদোল চোখে পড়েনি।"

আরও পড়ুন রোহিত-বিরাট দ্বন্দ্ব, এবার হিটম্যান বেনজিরভাবে আক্রান্ত অনুষ্কার কাছে

বিরাট-রোহিতের ‘ঝামেলা’য় জড়ালেন অনুষ্কা! প্রকাশ্যে এল বিবাদের চিত্র

সেই কর্তা আবার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পরে নয়, টিম ইন্ডিয়ায় সমস্যার সূত্রপাত ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর থেকেই। তিনি বলেছেন, "হারের জন্য বোলারদের দায়ী করা হয়েছিল। সেই সময় বোলারদের মনে হয়েছিল, কেবলমাত্র বোলিংকে এই হারের জন্য দায়ী করা উচিত হবে না। বোলারদের দিকে আঙুল তোলার আগে আরও কিছু বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন ছিল।"

আরও পড়ুন কোহলি-রোহিতের ঠাণ্ডা যুদ্ধেই বিপর্যয়, টিম ইন্ডিয়ায় ফাঁস বিরাটের ‘অনাচার’

বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে সপ্তাহ দু-য়েক হয়ে গিয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার অন্দরমহল যে জতুগৃহে পরিণত হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

Virat Kohli BCCI Rohit Sharma
Advertisment