Indian Football Team: ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল। গত ১০ অগাস্ট রেঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। গ্রুপ ডি'র শেষ কোয়ালিফায়ার ম্য়াচে মায়ানমারকে তারা ১-০ গোলে পরাস্ত করেছিল। আর সেইসঙ্গে প্রায় ২ দশক পর এই টুর্নামেন্টের (AFC Asian Cup) ঘোগ্যতা অর্জন করেছে।
Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?
ম্যাচের সপ্তম মিনিটে টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন পূজা। আর এটাই ভারতীয় ফুটবল দলের সামনে জয়ের দরজা খুলে দেয়। ম্যাচের প্রথমার্ধে ভারত নিজেদের দাপট অব্যাহত রেখেছিল। দ্বিতীয়ার্ধে মায়ানমার প্রত্যাবর্তনের চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত গোল করতে পারেনি।
Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের
২০ বছর পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারত
২০ বছর দীর্ঘ অপেক্ষার পর থাইল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬ টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। ২০০৬ সালে টিম ইন্ডিয়া শেষবার জুনিয়র এএফসি মহিলা এশিয়ান কাপে খেলতে নেমেছিল। সেইসময় এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ ফুটবলাররা অংশগ্রহণ করতেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে গত মাসে ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলও ২০২৬ এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছেন। ২৩ বছর পর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে
কোয়ালিফায়ার পর্বে দুর্দান্ত পারফরম্য়ান্স ভারতের
ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল কোয়ালিফায়ার পর্বে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। কোয়ালিফায়ার রাউন্ডে টিম ইন্ডিয়া প্রথমে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। এরপর তুর্কমেনিস্তানের বিরুদ্ধে তারা ৭-০ ব্যবধানে জয়লাভ করে। অবশেষে মায়ানমারকে হারিয়ে তারা মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে এবং গ্রুপ ডি পর্বে শীর্ষস্থান দখল করে। ভারতের সঙ্গে একই গ্রুপে থাকা মায়ানমারের ঝুলিতে আপাতত ৪ পয়েন্ট রয়েছে। তবে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে এখনও তাঁদের একটি ম্য়াচ বাকি রয়েছে। ওই ম্য়াচে যদি মায়ানমার জয়লাভও করে তাহলেও ৫ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না।
Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬ টুর্নামেন্টের ১১ আসনের জন্য মোট ৩২ দল যোগ্যতা অর্জনকারী পর্বে লড়াই করছে। টুর্নামেন্ট আয়োজন করার সুবাদে থাইল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করবে। আটটি গ্রুপে চারটি করে দল রাখা হয়েছে। গ্রুপের ৮ বিজয়ী দল এবং দ্বিতীয় স্থানে থাকা ৩ সর্বশ্রেষ্ঠ দল আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে আয়োজিত টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করবে।