Wolves vs West Ham: পরাস্ত ওয়েস্ট হ্যাম, জয়ের হাসি নেকড়েবাহিনীর মুখে

Wolves vs West Ham: একেবারে শেষবেলায় জোড়া গোলে স্ট্র্যান্ড লারসেন বদলে দিলেন একটা গোটা ম্য়াচের ফলাফল। শেষপর্যন্ত লিগ কাপের তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ৩-২ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে জয়লাভ করেছে।

Wolves vs West Ham: একেবারে শেষবেলায় জোড়া গোলে স্ট্র্যান্ড লারসেন বদলে দিলেন একটা গোটা ম্য়াচের ফলাফল। শেষপর্যন্ত লিগ কাপের তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ৩-২ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jorgen Strand Larsen

জোড়া গোল করলেন জোরগেন স্ট্র্যান্ড লারসেন

Football: মাত্র ২ মিনিটের মধ্যে বদলে গেল একটা গোটা ম্য়াচের রং। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন জোরগেন স্ট্র্যান্ড লারসেন। শুধুমাত্র মাঠে নামলেন বললে হয়ত খানিকটা ভুল হবে! এলেন, দেখলেন এবং জয় করলেন। একেবারে শেষবেলায় জোড়া গোলে বদলে দিলেন একটা গোটা ম্য়াচের ফলাফল। শেষপর্যন্ত লিগ কাপের তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (Wolves) ৩-২ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের (West Ham) বিরুদ্ধে জয়লাভ করেছে।

Advertisment

Bengal Footballer Civic Volunteer: বাংলার তারকা ফুটবলার, অর্থাভাবে আজ সিভিক ভলান্টিয়ার! জানেন সেই করুণ কাহিনী?

জোড়া গোল করলেন স্ট্র্যান্ড লারসেন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যাচের ৭৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন স্ট্র্যান্ড লারসেন। আর নামতে না নামতেই ম্য়াজিক দেখালেন তিনি। নরওয়ের এই তারকা ফুটবলার খেলার ৮২ এবং ৮৪ মিনিটে পরপর দুটো গোল করলেন। তবে তার আগে অবশ্যে মলিনাক্সে আয়োজিত এই ম্য়াচের ৬৩ মিনিটে লুকাস পাকুয়েতা দুরন্ত একটি হেডে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দিয়েছিলেন। 

Advertisment

Footballer Passed Away: মর্মান্তিক! বল দখলের লড়াইয়ে সব শেষ, চিরঘুমে তরুণ ফুটবলার

উল্লেখ্য, উলভসের হয়ে মরশুমের প্রথম গোলটি করেন রডরিগো গোমস। হাফটাইমের মাত্র ২ মিনিট আগে এই গোলটি আসে। হুয়ান হি-চ্যানের পেনাল্টি শট গোল পোস্টে লেগে ফেরত আসার পরই এই গোলটি আসে। তবে ম্য়াচে ৫০ মিনিটে ওই ম্য়াচে সমতা ফেরান টমাস সৌশেক। তবে শেষপর্যন্ত নেকড়েবাহিনীর মুখেই জয়ের হাসি দেখতে পাওয়া যায়।

Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে

এই নিয়ে টানা তৃতীয় ম্য়াচে পরাস্ত হল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই ফলাফলই ওয়েস্ট হ্যাম ম্য়ানেজার গ্রাহাম পটারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। ইতিপূর্বে, এই লিগে তারা চেলসির বিরুদ্ধে ৫-১ গোলে এবং সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গিয়েছিল।

East Bengal FC: 'আজও টোটো-রিকশায় চাপলে...', কলকাতার ভালবাসায় আজও মুগ্ধ লাল-হলুদের প্রাক্তন ফুটবলার

অন্যদিকে, এই ম্যাচ শেষ হওয়ার পর একজন সমর্থকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওয়েস্ট হ্যাম দলের অধিনায়ক জ্যারোড বাওয়েন। এই ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয়। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আন্তরিকভাবে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন। বাওয়েন লিখেছেন, 'আজ রাতে সমর্থকদের সঙ্গে যা হয়েছে, সেটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ফুটবল নিয়ে আমি যথেষ্ট আবেগপ্রবণ। প্রত্যেকবার যখন মাঠে নামি, তখন লড়াই করার একটা মানসিকতা থাকে। তবে আমি আরও ভাল নজির গড়তে চাই। সমর্থকদের আমি একটাই কথা বলতে চাই, তোমাদের অত্যন্ত ভালবাসি। এই ক্লাবকে আমি অত্যন্ত ভালবাসি!'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা একসঙ্গে এই খারাপ সময়ের বিরুদ্ধে মোকাবিলা করব। আপনাদের সকলের সঙ্গে আবার রবিবার দেখা হচ্ছে।'

West Ham Wolves Football