/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-garg-2025-09-20-16-32-02.jpg)
প্রয়াত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ
Zubeen Garg: আপাতত গভীর শোকে ডুবে রয়েছে গোটা দেশের সংগীতমহল। এখনও পর্যন্ত কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই! 'ইয়া আলি' গানের হাত ধরে নয়ের দশকে তিনি হিন্দি সিনেমায় পা রেখেছিলেন। তবে শুধুমাত্র হিন্দিই নয়, একাধিক বাংলা সিনেমাতেও গান গেয়েছেন তিনি। কিন্তু, আপনারা কি জানেন যে সংগীত চর্চার পাশাপাশি আরও একটা বিষয় যথেষ্ট ভালবাসতেন জুবিন। আর সেটা হল ফুটবল (Football)। আজ্ঞে হ্যাঁ, অসমের তরুণ ফুটবলারদের তিনি বিশ্বের দরবারে নিয়ে যেতে চেয়েছিলেন। ভারতের এই জনপ্রিয় গায়কের মৃত্যুর পর প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।
Zubeen Garg Demise: বিশৃঙ্খল জীবনে 'না', রাজার মতো মৃত্যু হোক, এটাই চেয়েছিলেন জুবিন?
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যাবেলা গুয়াহাটি এফসি ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল টুইটারে একটি শোকবার্তা পোস্ট করা হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, 'ওঁর একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা হল, গুয়াহাটি সিটি এফসি-তে যেন বিশ্বমানের ফুটবলার তৈরি হয়। স্থানীয় ফুটবলাদের যথেষ্ট স্নেহ করতেন। যাদের সত্যিই সাহায্য দরকার ছিল, তাদের যাবতীয় সুযোগ-সুবিধা দিতেন। আমরা কথা দিচ্ছি, ওর এই স্বপ্নটা আমরা এগিয়ে নিয়ে যাব এবং সার্থক করার চেষ্টা করব। উনি হয়ত আমাদের সঙ্গে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু, আমাদের হৃদয়ে ওঁর স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে।'
দেখে নিন সেই ভিডিওটি:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর পারফরম্য়ান্স করার কথা ছিল। কিন্তু, স্কুবা ডাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি। জানা গিয়েছে, জলের মধ্য়েই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
আসাম ট্রিবিউন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গুয়াহাটি এফসি ক্লাবের স্থপতি কৌস্তভ চক্রবর্তী বললেন, 'জুবিন গর্গ আমাদের ক্লাবকে যে সাহায্য করেছেন, তা কখনই ভোলার নয়। ২০১৮ সালে এই ক্লাব স্থাপিত হয়েছিল। সেইসময় পায়ের নিচে ভিত একেবারে শক্ত হয়নি। সেইসময় জুবিন আমাদের কাছে একটা আশার আলো হয়ে এসেছিলেন।'
Zubeen Garg Death: ইয়ট থেকে সোজা জলে ঝাঁপ, শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে কী এমন হয়েছিল?
জুবিনের এই আকস্মিক প্রয়াণে কার্যত শোকস্তব্ধ কৌস্তভ চক্রবর্তী। তিনি বললেন, 'গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সামার ক্যাম্পের আয়োজন করেছিলাম। কিন্তু, হাতে অতটাও পয়সাকড়ি ছিল না। এমন কঠিন সময়ে আমাদের সবাইকে কার্যত চমকে দেন জুবিন দা। বেশ কয়েকজন আর্টিস্টকে এনে ফুটবল খেলান তিনি। ওঁর উপস্থিতিই আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল।'
উল্লেখ্য়, ফুটবল খেলাকে জুবিন যে কতখানি ভালবাসতেন, সেটা কারোর কাছেই অজানা নয়। বেশ কয়েকবার তিনি নিজের মুখেও স্বীকার করেছেন যে ফুটবলই তাঁর প্রথম ভালবাসা. ২০১৮ সালে রাশিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপের আগে কৌস্তভের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। পরবর্তী কালে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে একটি ফেসবুক লাইভও করেন। সেখানে তিনি বলেছিলেন, 'আমি ফুটবল ভালবাসি। অসমের ফুটবল নিয়ে আমার যথেষ্ট প্রত্যাশা রয়েছে। আমার স্বপ্ন, অসমের ফুটবলাররা একদিন গোটা বিশ্ব দাপিয়ে বেড়াবে। অসমের তরুণ ফুটবলারদের আমি সাহায্য করতে চাই।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us