/indian-express-bangla/media/media_files/2025/09/20/smartphone-battery-mah-meaning-2025-09-20-17-57-12.jpg)
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
Smartphone Tips: আপনি কি লক্ষ্য করেছেন, 5G ফোনে ইন্টারনেট ব্যবহার করার সময় ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়? অনেকেই ভাবেন ফোনের ব্যাটারি নষ্ট বা অ্যাপ বেশি চলছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। 5G প্রযুক্তি যতই দ্রুত ইন্টারনেট দিক না কেন, এর জন্য ফোনকে অনেক বেশি শক্তি ব্যবহার করতে হয়। আজকের দিনে প্রায় সব স্মার্টফোন 5G–র সুবিধা নিয়েই বাজারে আসছে। কিন্তু 4G থেকে 5G–তে স্যুইচ করার ফলে ব্যাটারির ওপর পড়ছে মারাত্মক প্রভাব। চলুন জেনে নেওয়া যাক কেন এমন হচ্ছে।
কেন এমন হচ্ছে?
5G নেটওয়ার্ক 4G–র তুলনায় অনেক বেশি ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। ফলে ফোনকে ক্রমাগত বেশি সিগন্যাল প্রক্রিয়া চালাতে হয়। বিশেষ করে যদি আপনি ভিডিও স্ট্রিমিং, গেমিং বা ভিডিও কলের মতো হাই-ডেটা কাজ করেন, তখন ব্যাটারি অনেক দ্রুত শেষ হয়ে যায়। টেলিকম টক–এর রিপোর্ট অনুযায়ী, 5G নেটওয়ার্ক 4G–র তুলনায় ২০%–৪০% বেশি শক্তি ব্যবহার করে।
আরও পড়ুন- কীভাবে চালু হল কোজাগরী লক্ষ্মীপুজো? জানেন না ৯০% ভক্তই!
বাংলার মত দেশে অনেক এলাকায় এখনও 5G সিগন্যাল দুর্বল। যখন ফোন 5G সিগন্যাল খুঁজে পায় না, তখন সেটি ক্রমাগত 5G থেকে 4G–তে স্যুইচ করতে থাকে। এই 'network hopping' বা স্যুইচিং প্রক্রিয়ায় ফোনের রেডিও সিগন্যাল চিপ অতিরিক্ত শক্তি খরচ করে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। সহজ টিপস: আপনি যদি দুর্বল 5G এলাকায় থাকেন, ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে '5G Auto' বন্ধ করে '4G/LTE Only' বেছে নিতে পারেন। এতে ব্যাটারি অনেকটাই বাঁচবে।
আরও পড়ুন- কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?
প্রথম দিকের 5G চিপসেট (যেমন Snapdragon 765G, Exynos 980) ছিল সম্পূর্ণভাবে অপ্টিমাইজড নয়। ফলাফল — অতিরিক্ত গরম হওয়া, ব্যাটারির দ্রুত ক্ষয় ও প্রসেসরের অকার্যকর শক্তি ব্যবহার। ২০২২–এর পরের নতুন চিপসেট (Snapdragon 8 Gen 2, Apple A17 Pro ইত্যাদি) অনেক উন্নত, তবে এখনও এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। ফোনের অপারেটিং সিস্টেম (Android বা iOS) ও UI অপ্টিমাইজেশন ব্যাটারি লাইফে বিশাল ভূমিকা রাখে। যদি সফটওয়্যার ঠিকভাবে 5G মডেমের সঙ্গে কাজ না করে, তবে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে। অ্যাপল তাদের নিজস্ব 5G মডেম ও স্মার্ট ডেটা মোড চালু করেছে, যা প্রয়োজন না থাকলে 5G বন্ধ রাখে — এতে ব্যাটারি অনেকটাই বাঁচে।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই
আজকাল প্রায় সব 5G স্মার্টফোনে হাই-রেজোলিউশন ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট থাকে। যখন আপনি UHD বা 4K রেজোলিউশনে ভিডিও দেখছেন বা গেম খেলছেন, তখন GPU ও স্ক্রিন উভয়ই বেশি শক্তি খরচ করে। ফলে, ব্যাটারি দ্রুত নেমে যায়। টিপস: সেটিংসে গিয়ে রিফ্রেশ রেট 60Hz বা 'Adaptive' রাখলে ব্যাটারি লাইফ ১৫–২০% পর্যন্ত বাড়ানো যায়। 5G গতি বেশি থাকায় অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বেশি ডেটা ডাউনলোড করে। সোশ্যাল মিডিয়া, ক্লাউড ব্যাকআপ, অটো-আপডেট— সব মিলে ব্যাটারি দ্রুত ক্ষয় হয়। অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
এক্ষেত্রে ব্যাটারি বাঁচানোর সহজ উপায় হল- দুর্বল নেটওয়ার্ক এলাকায় 4G ব্যবহার করা, স্ক্রিন ব্রাইটনেস ও রিফ্রেশ রেট কমান, ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করা, সর্বশেষ সফটওয়্যার আপডেট রাখা, গরম পরিবেশে চার্জ করা এড়িয়ে চলা। 5G প্রযুক্তি আমাদের ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু, এর ফলে ফোনের ব্যাটারির ওপর চাপও বেড়েছে। তবে চিন্তার কিছু নেই। সঠিক সেটিংস, অপ্টিমাইজেশন ও ব্যবহারে আপনি সহজেই ব্যাটারির লাইফ বাড়াতে পারবেন। মনে রাখবেন, 'Smart use is better than fast use' — কারণ 5G যত দ্রুতই হোক, ব্যাটারি টিকলে তবেই ফোন টিকে থাকবে।