Railway Return Ticket Offer: উৎসবের মরশুমে ফিরতি টিকিটে ২০% ছাড়, বিরাট ঘোষণা রেলের

Railway Return Ticket Offer: রেল মন্ত্রক উৎসবের মরশুমে একই ট্রেনের ফিরতি টিকিটে ২০% ছাড় ঘোষণা করেছে। ১৪ আগস্ট থেকে বুক করা টিকিটে এই ছাড় মিলবে। তবে, সব ট্রেনে সুবিধা প্রযোজ্য নয়।

Railway Return Ticket Offer: রেল মন্ত্রক উৎসবের মরশুমে একই ট্রেনের ফিরতি টিকিটে ২০% ছাড় ঘোষণা করেছে। ১৪ আগস্ট থেকে বুক করা টিকিটে এই ছাড় মিলবে। তবে, সব ট্রেনে সুবিধা প্রযোজ্য নয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
RailOne সুপার অ্যাপ, ভারতীয় রেল অ্যাপ, এক অ্যাপে রেল পরিষেবা, IRCTC নতুন অ্যাপ, রেলওয়ে টিকিট বুকিং অ্যাপ, CRIS RailOne App, RailOne download, RailOne features, irctc alternative app

Railway Return Ticket Offer: উৎসবের সময় রেলের টিকিটে ছাড়।

Railway Return Ticket Offer: ভারতীয় রেল মন্ত্রক বছরের শেষের দিকে উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার জন্য ফিরতি টিকিটে ২০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এই স্কিম ১৪ আগস্ট ২০২৫ থেকে বুকিং করা টিকিটে প্রযোজ্য হবে।

Advertisment

এই অফার প্রযোজ্য হবে দুইটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফিরতি যাত্রার জন্য। তার মধ্যে একটি প্রযোজ্য হবে- ২০২৫ এর ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর মধ্যে। অপরটি প্রযোজ্য হবে ২০২৫-এর ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। যাত্রীরা যদি প্রথম তারিখের পরিসরে ট্রেনে বুক করেন এবং তারপর একই ট্রেনে দ্বিতীয় তারিখের পরিসরে ফিরতি যাত্রা বুক করেন, তবে ফিরতি যাত্রার ভাড়ায় ২০% ছাড় পাবেন।

আরও পড়ুন- ১৩ আগস্ট বিশ্ব বামহাতি দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব, তাৎপর্য!

Advertisment

রেল মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাড় কেবলমাত্র একই সেটের যাত্রীর জন্য প্রযোজ্য হবে, যাঁদের নাম ও বিবরণ উভয় যাত্রায় একই থাকবে। ফিরতি যাত্রায় অবশ্যই একই শ্রেণিতে বুকিং করতে হবে। আর, উৎপত্তি-গন্তব্য ১ম যাত্রার ঠিক উলটো হতে হবে। পাশপাশি, উভয় দিকের টিকিট নিশ্চিত (Confirmed) হতে হবে। উভয় দিকের টিকিট নিশ্চিত (Confirmed) হতে হবে। ছাড় কেবল ফিরতি যাত্রার মূল ভাড়ায় প্রযোজ্য হবে, মোট ভাড়ায় নয়। এই স্কিমে বুক করা টিকিটে কোনও ভাড়া ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন- ছোট মাছের চচ্চড়ির রেসিপি, একবার খেলেই ছেলেবেলার স্বাদ মনে করিয়ে দেবে!

বুকিং প্রক্রিয়া কেমন হবে?

প্রথমে যাত্রীরা ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রার জন্য টিকিট বুক করবেন। এরপর IRCTC বা রেলওয়ের কাউন্টার থেকে 'Connecting Journey' ফিচার ব্যবহার করে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফিরতি যাত্রার টিকিট বুক করবেন। বুকিংয়ের সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ছাড়ের হিসাব করে ফিরতি যাত্রার ভাড়া কমিয়ে দেবে। প্রতিবছর দীপাবলি, ছট, শীতকালীন ছুটি এবং অন্যান্য উৎসবের সময় রেলযাত্রীদের চাপ বেড়ে যায়।

আরও পড়ুন- পেট্রোলের ঝামেলা থেকে চিরতরে মুক্তি! দুর্দান্ত মাইলেজের সঙ্গে আকর্ষণীয় ফিচার,ঝড় তুলল এই ই-স্কুটার

অনেক সময় ফিরতি যাত্রার টিকিট অগ্রিম বুক না করায় শেষ মুহূর্তে ভিড় সামলানো কঠিন হয়। এই স্কিমের মাধ্যমে যাত্রীরা আগেভাগেই উভয় দিকের টিকিট বুক করতে উৎসাহিত হবেন, ফলে— ভিড় কমবে, ফিরতি যাত্রার সিট খালি থাকবে না, যাত্রীদের বেড়ানোর পরিকল্পনা সহজ হবে। 

আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার 'ফ্রিডম সেল', নামমাত্র মূল্যে শুরু টিকিট বিক্রি, ৫০ লক্ষ আসনে বিশেষ ছাড়

এই বুকিং প্রক্রিয়ায় বুকিংয়ের সময় যাত্রীদের নাম, বয়সের পাশাপাশি যাত্রীর বিবরণ উল্লেখ করতে হবে। উভয় টিকিট একই পিএনআর নম্বরের অধীনে বুক হতে পারে বা 'Connecting Journey' অপশনে যুক্ত হতে হবে। রেলকর্তারা জানিয়েছেন, এই স্কিম সফল হলে ভবিষ্যতে আরও রুটে এই কায়দা চালু করা হতে পারে।

Ticket Offer Railway