Apple iphone 17 pro max launch: iPhone 17 Series লঞ্চের আগেই ফাঁস ব্যাটারি, দাম এবং ক্যামেরা আপডেট! থাকছে বড় চমক

Apple iphone 17 pro max launch: Apple Event 2025–এ লঞ্চ হতে চলেছে iPhone 17 Series। দাম, ব্যাটারি, ক্যামেরা ও নতুন ফিচারের তথ্য আগেই ফাঁস। জানুন কী কী চমক থাকছে।

Apple iphone 17 pro max launch: Apple Event 2025–এ লঞ্চ হতে চলেছে iPhone 17 Series। দাম, ব্যাটারি, ক্যামেরা ও নতুন ফিচারের তথ্য আগেই ফাঁস। জানুন কী কী চমক থাকছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Apple iphone 17 pro max launch

Apple iphone 17 pro max launch: অ্যাপল ইভেন্ট ২০২৫।

Apple iphone 17 pro max launch: প্রযুক্তিপ্রেমীদের কাছে সেপ্টেম্বর মানেই Apple Event। প্রতিবছরের মতো এবারও ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার Apple Park–এ বসছে ‘Awe Dropping Event’। এই বছরের ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে iPhone 17 Series। তবে শুধু নতুন iPhone নয়, একসঙ্গে আসতে চলেছে Apple Watch–এর নতুন মডেল, AirPods Pro 3 এবং কিছু পুরনো প্রোডাক্ট বিদায় নিতে পারে বাজার থেকে।

Advertisment

iPhone 17 সিরিজে থাকবে তিনটি মডেল – iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। যার বৈশিষ্ট্য বলতে iPhone 17 ও 17 Pro – 6.3-ইঞ্চি XDR OLED ডিসপ্লে, iPhone 17 Pro Max – বিশাল 6.9-ইঞ্চি স্ক্রিন, প্রথমবার ভ্যানিলা iPhone 17–এ আসছে ProMotion ডিসপ্লে সাপোর্ট। iPhone 17–এ নতুন A19 Chip আর iPhone 17 Pro / Pro Max–এ আরও শক্তিশালী A19 Pro Chip থাকছে। এই চিপসেটগুলো পারফরম্যান্স, গেমিং এবং ব্যাটারি সাশ্রয়ে বড় ভূমিকা নেবে। 

আরও পড়ুন- এমাসেই বাজারে নতুন Oppo F31 সিরিজ, থাকছে 7000mAh ব্যাটারি, IP রেটিং!

বিরাট পরিবর্তন

Advertisment

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে পাতলা প্রিমিয়াম স্মার্টফোন, আজই লঞ্চ iphone 17 Air

Pro মডেলে ক্যামেরা সেটআপেও আসছে বিশাল পরিবর্তন। যার মধ্যে থাকছে নতুন আয়তাকার ক্যামেরা আইল্যান্ড, iPhone 17 Pro ও Pro Max–এ থাকছে 48MP টেলিফটো সেন্সর (গত বছরের 12MP–এর বদলে), সঙ্গে থাকছে উন্নত লো-লাইট ফটোগ্রাফি ও ভিডিও ক্ষমতা। ভ্যানিলা iPhone 17–এতেও ক্যামেরা আপগ্রেড আসবে। যাতে থাকছে 48MP প্রাইমারি সেন্সর এবং 12MP আল্ট্রাওয়াইড। চিনের সার্টিফিকেশন ডাটাবেস থেকে ফাঁস হওয়া তথ্যে জানা গিয়েছে, ব্যাটারির দিক থেকেও থাকছে বড় চমক। যেমন iPhone 17-এর ব্যাটারি ক্ষমতা 3,692mAh, iPhone 17 Pro–এ ব্যাটারি ক্ষমতা প্রায় 4,252mAh এবং iPhone 17 Pro Max– প্রথমবার 5,000mAh অতিক্রম করতে চলেছে! এছাড়া Pro ও Pro Max মডেলে আসছে রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Apple Event-এ কী কী চমক? কখন কোথায় দেখবেন Live?

যদিও আনুষ্ঠানিক দাম এখনও ঘোষণা হয়নি, তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী– iPhone 17–এ থাকছে প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্ট। iPhone 17 Pro–এ হাই-এন্ড সেগমেন্ট আর, iPhone 17 Pro Max থাকছে প্রিমিয়াম সেগমেন্টের শীর্ষে। ভারতের বাজারে এর দাম iPhone 16 সিরিজের কাছাকাছি বা কিছুটা বেশি হতে পারে। Apple শুধু iPhone–এই নয়, অন্যান্য প্রোডাক্টেও আনছে পরিবর্তন। বিদায় নিতে পারে Apple Watch Series 10, Ultra 2 এবং SE (2nd Gen)। আসছে নতুন AirPods Pro 3, উন্নত ব্যাটারি ব্যাকআপ ও অডিও টেকনোলজি। ইভেন্টে Apple মোট ৮টি পুরনো প্রোডাক্ট বন্ধ করতে পারে। সেগুলো হল– iPhone 15, iPhone 15 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max, Apple Watch Series 10, Ultra 2, SE (2nd Gen), AirPods Pro 2। 

আরও পড়ুন- কত দামে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ? অবশেষে সামনে এল ব্রেকিং আপডেট

Apple–এর প্রতিটি ইভেন্টই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। তবে এবারের সবচেয়ে বড় আকর্ষণ iPhone 17 Series। ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ও নতুন চিপসেটের আপগ্রেড ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের কৌতুহল বাড়িয়েছে। আর এর সঙ্গে পুরনো প্রোডাক্ট বাদ দেওয়ার স্ট্র্যাটেজি Apple–এর ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্পষ্ট করছে।

iphone apple