iPhone 17 Launch Today: Apple Event-এ কী কী চমক? কখন কোথায় দেখবেন Live?

iPhone 17 Launch Today: Apple Event 2025 আজ রাতেই! iPhone 17 সিরিজের মহা উদ্বোধন ভারতে রাত ১০টা ৩০-এ। কোথায়, কীভাবে দেখবেন লাইভ স্ট্রিম, জানুন বিস্তারিত।

iPhone 17 Launch Today: Apple Event 2025 আজ রাতেই! iPhone 17 সিরিজের মহা উদ্বোধন ভারতে রাত ১০টা ৩০-এ। কোথায়, কীভাবে দেখবেন লাইভ স্ট্রিম, জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 Launch Today

iPhone 17 Launch Today: আইফোন ১৭ লঞ্চ।

iPhone 17 Series Launch Today: অবশেষে আজ রাতেই পর্দা উঠছে Apple Event 2025-এর। বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ আজ লঞ্চ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী ইভেন্ট শুরু হবে রাত ১০টা ৩০-এ, আর বিশ্বজুড়ে কয়েক কোটি ভক্ত অপেক্ষা করছে নতুন iPhone এর ফিচার, দাম এবং চমক দেখার জন্য।   

ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে মহা ইভেন্ট 

Advertisment

অ্যাপলের এই মহা ইভেন্ট অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে Apple Park-এ। তবে চিন্তার কিছু নেই, লাইভ স্ট্রিম দেখা যাবে— Apple-এর অফিসিয়াল ওয়েবসাইটে (Apple.com/events), Apple-এর YouTube চ্যানেলে, Apple TV অ্যাপে। ভারতে যাঁরা দেখবেন, তাঁদের জন্য সময় নির্ধারিত হয়েছে রাত ১০টা ৩০ (IST)।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে পাতলা প্রিমিয়াম স্মার্টফোন, আজই লঞ্চ iphone 17 Air

Advertisment

এবারও থাকছে চারটি মডেল, তবে একটি নতুন সারপ্রাইজও রয়েছে— iPhone 17 – বেস মডেল, iPhone 17 Air – নতুন ভ্যারিয়েন্ট, যেখানে e-SIM সাপোর্ট থাকবে, iPhone 17 Pro – প্রিমিয়াম আপগ্রেড সহ, iPhone 17 Pro Max – Apple-এর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি (৫০০০ mAh) সহ।

আরও পড়ুন- কত দামে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ? অবশেষে সামনে এল ব্রেকিং আপডেট

সিরিজের বিশেষ আপগ্রেড বলতে ProMotion ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, উন্নত ক্যামেরা সেন্সর, যা Pixel 10 এবং Samsung Galaxy S25 Edge-কে টেক্কা দেবে, iPhone 17 Pro Max-এ 5000 mAh ব্যাটারি—এখনও পর্যন্ত সবচেয়ে বড়, শক্তিশালী প্রসেসর ও iOS 19-এর এক্সক্লুসিভ ফিচার। Apple এখনও অফিসিয়ালি দাম ঘোষণা করেনি। তবে বাজারে ধারণা করা হচ্ছে, ডলারের ট্যারিফ ও শুল্কের কারণে দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়তে পারে। ভারতে iPhone 17-এর শুরুর দাম হতে পারে প্রায় ৭৯,৯৯০ টাকা। আর Pro Max মডেলের দাম ছুঁতে পারে ১,৩৯,০০০ টাকা।

আরও পড়ুন- আইফোন ১৭ সিরিজ লঞ্চের আগেই ফাঁস ডিজাইন থেকে দাম, ব্যাটারি! থাকছে চমকের ছড়াছড়ি

Apple Event 2025-এ শুধু iPhone নয়, আসতে চলেছে— Apple Watch Series 11, Watch Ultra 3, Watch SE 3, AirPods Pro 3। এমনকী জল্পনা রয়েছে, Apple তাদের AR/VR ডিভাইস Vision Pro সম্পর্কেও কিছু আপডেট দিতে পারে। iPhone 17 সিরিজ এবার নতুন লুক, বড় ব্যাটারি, দুর্দান্ত পারফরম্যান্স আর আরও স্মার্ট সফটওয়্যার অভিজ্ঞতা দিতে চলেছে। বিশেষ করে iPhone 17 Air মডেল নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে। কারণ এটি Apple-এর লাইনআপে একদম নতুন সংযোজন।

আরও পড়ুন- প্রত্যাশার দ্বারপ্রান্তে, উত্তেজনায় ফুটছে টেকদুনিয়া, Apple-ইভেন্টে কী কী বড় চমক থাকছে জানলে চমকে যাবেন

Apple সবসময় তাদের নতুন iPhone লঞ্চ ইভেন্টকে শুধু প্রযুক্তিগত উদ্বোধন নয়, বরং একপ্রকার গ্লোবাল শো-তে পরিণত করেছে। আজকের iPhone 17 Launch Today ইভেন্টও তার ব্যতিক্রম নয়। ভারতীয় ফ্যানরা রাত ১০টা ৩০-এ চোখ রাখুন Apple Event 2025 লাইভ স্ট্রিমে, আর জানুন Apple-এর নতুন চমক।

launch iPhone 17 series