/indian-express-bangla/media/media_files/2025/09/09/oppo-f31-2025-09-09-15-49-09.jpg)
Oppo f31: বাজারে নতুন মোবাইল।
Oppo f31 Phone: Oppo ভারতের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয় একটি নাম। এবার তারা নিয়ে আসছে তাদের নতুন প্রজন্মের Oppo F31 5G সিরিজ, যা লঞ্চ হতে চলেছে ২০২৫-এর ১২ সেপ্টেম্বর। যদিও কোম্পানির তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে টেক টিপস্টার এবং লিক্স অনুযায়ী, এই তারিখেই ফোনটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
সিরিজে তিনটি মডেল
এইবারের F31 সিরিজে মোট তিনটি মডেল আসতে পারে– Oppo F31 5G, Oppo F31 Pro 5G, Oppo F31 Pro+ 5G। এগুলোকে মিড-রেঞ্জ ও প্রিমিয়াম-মিড সেগমেন্টে লঞ্চ করা হবে। প্রযুক্তি বিশ্লেষক যোগেশ ব্রারের মতে, দাম হতে পারে– Oppo F31 5G-এর দাম ২০,০০০ টাকার নীচে। Oppo F31 Pro 5G-এর দাম প্রায় ৩০,০০০ টাকার নীচে। Oppo F31 Pro প্লাস 5G-এর দাম প্রায় ৩৫,০০০ টাকার নীচে। তবে স্টোরেজ ভেরিয়েন্ট এবং অফিসিয়াল প্রাইস নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন- Apple Event-এ কী কী চমক? কখন কোথায় দেখবেন Live?
এবং
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে পাতলা প্রিমিয়াম স্মার্টফোন, আজই লঞ্চ iphone 17 Air
Oppo F31 5G সিরিজের বিশেষ বৈশিষ্ট্য হল, এই ফোনগুলো ধুলো এবং জলের হাত থেকে সুরক্ষিত (IP66, IP68, IP69 রেটিং) থাকবে। দীর্ঘ সময় ব্যবহারযোগ্য শক্তিশালী ব্যাটারি (7000mAh), যা একচার্জে পুরো দিন চলতে সক্ষম। পাবেন 5G সাপোর্ট বা হাই-স্পিড নেটওয়ার্কিং সুবিধা। এই সিরিজের ফোনের প্রিমিয়াম ডিজাইন (F সিরিজ) স্টাইলিশ লুকের জন্য পরিচিত।
আরও পড়ুন- কত দামে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ? অবশেষে সামনে এল ব্রেকিং আপডেট
এবং
আরও পড়ুন- আইফোন ১৭ সিরিজ লঞ্চের আগেই ফাঁস ডিজাইন থেকে দাম, ব্যাটারি! থাকছে চমকের ছড়াছড়ি
মিড-রেঞ্জ ফোনগুলোতে সাধারণত এই ধরনের প্রিমিয়াম IP রেটিং সুরক্ষা ও 7000mAh ব্যাটারি দেখা যায় না। Oppo এই সিরিজে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার এনেছে, যা ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে। যাঁরা একটি ফোন বহুদিন চলবে, এমন ব্যাটারির ফোন খুঁজছেন এবং প্রিমিয়াম ফিচার চাইছেন, তাঁদের জন্য এই ফোনটি ঠিকঠাক। এটি লঞ্চের লঞ্চের সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর। প্রথমে এটি ভারতে লঞ্চ হবে, তারপর ধীরে ধীরে অন্যান্য দেশেও লঞ্চ হবে। Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স প্ল্যাটফর্মে (Amazon, Flipkart) এই ফোন পাওয়া যেতে পারে।
Oppo F31 5G সিরিজ ভারতের মিড-রেঞ্জ মার্কেটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। IP রেটিং, ভালো মানের ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইনের জন্য এটি নিঃসন্দেহে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁদের উচিত এই লঞ্চ পর্যন্ত অপেক্ষা করা।