/indian-express-bangla/media/media_files/2025/08/19/wi-fi-calling-2025-08-19-14-47-23.jpg)
Wi-Fi Calling: ওয়াই-ফাই কলিং।
Wi-Fi Calling: বর্তমানে দেশের প্রধান টেলিকম কোম্পানি Airtel, Jio এবং Vi-এর বহু ব্যবহারকারী নেটওয়ার্ক বিভ্রাটের কারণে সমস্যায় পড়ছেন। কল করা যাচ্ছে না, আবার মোবাইল ডেটাও বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে Wi-Fi Calling আপনার সব সমস্যার সমাধান করতে পারে অনায়াসেই।
মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ইন্টারনেট
Wi-Fi Calling আসলে এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে আপনি মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ইন্টারনেট (Wi-Fi) ব্যবহার করে কল করতে পারবেন। এর জন্য আলাদা কোনো অ্যাপের দরকার নেই, কেবল আপনার ফোনে ফিচারটি চালু রাখলেই হবে।
আরও পড়ুন- চলতি ঋতুতে আপনার কি কাশি বেড়েছে? সিরাপ নয়, এই ঘরোয়া কায়দাতেই সারান চটপট
এর মাধ্যমে আপনি দুর্বল মোবাইল নেটওয়ার্কেও স্পষ্ট ভয়েস কল করতে পারবেন। Wi-Fi থাকলেই দেশের যে কোনও প্রান্তে কল করা সম্ভব। বিদেশ থেকেও সহজে কল করতে পারবেন। নেটওয়ার্ক বিভ্রাটে জরুরি পরিস্থিতিতে আপনি এই কায়দা কাজে লাগাতে পারেন।
আরও পড়ুন- গরম যতই বাড়ুক, কমবে ইলেকট্রিক বিল! মাসে ১০০ ইউনিট সাশ্রয়ের সহজ ট্রিক জানুন
আইফোনে Wi-Fi Calling চালু করতে হলে প্রথমে Settings মেনুতে যান। এরপর Cellular/Mobile Data অপশন খুলুন। এখানেই আপনি Wi-Fi Calling অপশন পাবেন। অন করলেই এটি চালু হয়ে যাবে। একবার চালু হলে আপনার স্ক্রিনে Airtel Wi-Fi বা শুধু Wi-Fi লেখা দেখা যাবে। অ্যান্ড্রয়েড ফোনেও প্রায় একই কায়দা।
আরও পড়ুন- গুগলের সবচেয়ে বড় ইভেন্ট ২০ আগস্ট! Pixel 10 সিরিজের সঙ্গে আর কী কী? জানুন এক ক্লিকেই
ফোনের Settings মেনু খুলুন। Connections / Network & Internet অপশন সিলেক্ট করুন। এখন Mobile Network / SIM & Network-এ যান। এখানে আপনি Wi-Fi Calling অপশন পাবেন। সেটা অন করুন। কিছু ফোনে সরাসরি Call Settings মেনুতেও Wi-Fi Calling থাকে। যদি না পান, তবে Settings-এ সার্চ বক্সে 'Wi-Fi Calling' লিখে খুঁজুন।
আরও পড়ুন- ভারতের বাজারের সেরা ১০ ইনভার্টার, এখন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাকে বলুন বাই বাই
Airtel ইতিমধ্যে দেশের বহু শহরে এই ফিচার চালু করেছে। Reliance Jio–র প্রায় সব সার্কেলে এই সুবিধা আছে। Vodafone Idea (Vi)–তেও এই সুবিধা ধীরে ধীরে বাড়ছে। তবে, Wi-Fi Calling-এর সুবিধা পেতে হলে একটি ঠিকঠাক Wi-Fi নেটওয়ার্ক দরকার। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেই ফিচারটি নিজের থেকেই Wi-Fi-এ সুইচ করবে। আর, যদি নেটওয়ার্ক বিভ্রাটে আপনি সমস্যায় পড়েন, তাহলে সহজেই ফোনের সেটিংসে গিয়ে Wi-Fi Calling চালু করুন। এতে Airtel, Jio কিংবা Vi যে কোনও অপারেটরের নেটওয়ার্ক ডাউন হলেও, কল বন্ধ হবে না।