Inverter 2025: ভারতের বাজারের সেরা ১০ ইনভার্টার, এখন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাকে বলুন বাই বাই

Inverter 2025: ২০২৫ সালে ভারতের সেরা ১০টি ইনভার্টার ব্র্যান্ড এবং সোলার ইনভার্টার কোম্পানি সম্পর্কে জানুন। পড়ুন, সঠিক ইনভার্টার কেনার গাইড। মুক্তি পান বিদ্যুৎ বিভ্রাট থেকে।

Inverter 2025: ২০২৫ সালে ভারতের সেরা ১০টি ইনভার্টার ব্র্যান্ড এবং সোলার ইনভার্টার কোম্পানি সম্পর্কে জানুন। পড়ুন, সঠিক ইনভার্টার কেনার গাইড। মুক্তি পান বিদ্যুৎ বিভ্রাট থেকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Inverter 2025

Inverter 2025: চলতি বছরে ভারতের সেরা ইনভার্টার কোনগুলো, জেনে নিন।

Top 10 Inverter 2025: ভারতের অনেক জায়গায় এখনও নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ঘন ঘন লোডশেডিং শুধু অস্বস্তিই তৈরি করে না, দৈনন্দিন কাজে ব্যাপক বিঘ্ন ঘটায়। এই সমস্যার সমাধান হল, একটি ভালো মানের ইনভার্টার। তবে বাজারে এত ব্র্যান্ড ও মডেল থাকায় সাধারণ গ্রাহকদের জন্য সঠিক ইনভার্টার বেছে নেওয়া কঠিন হয়ে যায়। তাই আমরা এখানে ২০২৫ সালের ভারতের সেরা ১০টি ইনভার্টার ব্র্যান্ড ও মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 

দেখে নিন, ভারতের সেরা ১০টি ইনভার্টার কোনগুলো

Advertisment

তালিকায় একনম্বরে আছে লুমিনাস ইনভার্টার। এটি ভারতীয় বাজারে সবচেয়ে জনপ্রিয়। সেরা মডেল Zelio+1100, দাম ৬,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা। এর বৈশিষ্ট্য হল- পিওর সাইন ওয়েভ, স্মার্ট LCD ডিসপ্লে এবং দ্রুত চার্জিং। যাতে বিদ্যুৎ গ্রাহকদের বড় সুবিধা হতে পারে। আর, এই কারণে এই ইনভার্টার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়া এলাকার জন্য অত্যন্ত দরকারি। 

আরও পড়ুন- প্রতিদিন চোখের নীচে লাগান টমেটো জুস, উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন!

Advertisment

এক্সাইড ইনভার্টারও ভালো। যার ব্যাটারি দীর্ঘদিন চলে। এক্সাইড শুধু ব্যাটারি হিসেবেই নয়। ইনভার্টারের জন্যও সুনাম অর্জন করেছে। এর Inva Home 850 মডেলের দাম ৬,০০০ থেকে ৯,৫০০ টাকার মধ্যে। এই ব্যাটারি ভারী লোড নিতে পারে, দীর্ঘদিন চলে। এর পাশাপাশি মাইক্রোটেকের ইনভার্টারের মানটাও বেশ ভালো। এর UPS SEBz 1100 মডেলের দাম ৫,৫০০ টাকা থেকে ৯,০০০ টাকার মধ্যে। এই ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী, কোনও শব্দ নেই, দীর্ঘদিন চলতে পারে অনায়াসে। যন্ত্রপাতিগুলোর কোয়ালিটি বেশ ভালো মানের। তবে, এর কোনও LCD ডিসপ্লে নেই। 

আরও পড়ুন- দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন? অল্প বয়সেই পড়তে পারেন ৫টি মারাত্মক রোগের খপ্পরে!

আর, স্মার্ট টেকনোলজির দিক থেকে সেরা ভি-গার্ড ইনভার্টার। এর Prime 1150 মডেলের দাম ৬,৮০০ থেকে ১১,০০০ টাকা। এই ইনভার্টারের স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, দ্রুত চার্জিং, ব্যাটারি সেভার রীতিমতো নজরকাড়া। স্মার্ট হোমের জন্য এককথায় দুর্দান্ত। সৌরশক্তি ব্যবহারের জন্য সেরা হল সু-ক্যাম ইনভার্টার। এর Falcon মডেলের দাম ৭,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে। সোলার প্যানেলের সঙ্গে কাজ করে, পরিবেশ বান্ধব এই ইনভার্টার পরিবেশ সহায়ক। 

আরও পড়ুন- পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!

আবার, টেকসই ব্যাটারির দিক থেকে সেরা অ্যামারন ইনভার্টার। এর Hi-Life 880 মডেলের দাম ৬,২০০ থেকে ১০,৫০০ টাকা। ওভারলোড প্রোটেকশন আর টেকসই ব্যাটারি এই ইনভার্টারের বৈশিষ্ট্য। সেরা হাইব্রিড সোলার ইনভার্টার হল জেনাস ইনভার্টার। এর Surja Liva মডেলের দাম ৭,৫০০ থেকে ১৪,০০০ টাকা। এই ইনভার্টারের বৈশিষ্ট্য হল এটি পরিবেশবান্ধব। এর ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত ভালো। সৌরবিদ্যুতের ক্ষেত্রেও এই ইনভার্টার অনন্য। 

আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের

সৌরশক্তির জন্য সেরা ব্র্যান্ড হল লুমিনাস সোলার ইনভার্টার। এর NXG+ 1400 মডেলের দাম, ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা। এই ইনভার্টার সোলার এবং ব্যাটারি দুটোতেই চলে। এসএফ সোনিক ইনভার্টার আবার ছোট ঘরের জন্য সেরা। এর Powerhouse 1100 মডেলের দাম ৬,৩০০ টাকা থেকে ১০,২০০ টাকা। নির্ভরযোগ্য এই ইনভার্টারের দাম কমপ্যাক্ট ডিজাইন। 

এর পাশাপাশি, অফিস এবং ব্যবসার জন্য সেরা হল ইটন ইনভার্টার। এর 5E 1100VA মডেলের দাম ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা। দ্রুত ব্যাকআপ সুইচ, অফিস যন্ত্রপাতি রক্ষা করে    এই ইনভার্টার। তবে, যেটাই সেরা হোক, ইনভার্টার কেনার আগে দেখে নেবেন যেন ছোট ঘরের জন্য এর VA রেটিং ৬০০-৯০০ VA-র মধ্যে হয়। মাঝারি ঘরের জন্য VA রেটিং যেন ৯০০-১৫০০ VA-র মধ্যে হয়। আর, বড় ঘরের জন্য এর VA রেটিং যেন ১৫০০ VA+ হয়।

মনে রাখবেন, যদি সাশ্রয়ী ইনভার্টার চান তবে Microtek বা SF Sonic, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য Amaron বা Exide, আর সৌরশক্তির সমাধানের জন্য Luminous Solar বা Genus আপনার সেরা অপশন। আর, এই কারণেই বিদ্যুৎ বিভ্রাটের ঝামেলা কাটাতে আজই আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক ইনভার্টার বেছে নিন।

2025 inverter