/indian-express-bangla/media/media_files/2025/08/19/made-by-google-2025-2025-08-19-10-21-35.jpg)
Made by Google 2025: গুগল ইভেন্ট লাইভ স্ট্রিম।
Made by Google 2025: গুগলের সবচেয়ে বড় বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘মেড বাই গুগল ২০২৫’ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ আগস্ট। নিউ ইয়র্কে আয়োজিত এই বিশেষ ইভেন্টে গুগল একাধিক নতুন গ্যাজেট বাজারে আনবে। শুধু পিক্সেল ১০ সিরিজ নয়, সঙ্গে থাকবে পিক্সেল বাডস ২এ এবং পিক্সেল ওয়াচ ৪। তবে এবারের আসল চমক হতে চলেছে গুগলের নতুন চার্জিং প্রযুক্তি ‘পিক্সেলস্ন্যাপ’, যা অনেকটা অ্যাপলের MagSafe-এর মত কাজ করবে।
গুগল পিক্সেল ১০ সিরিজ
গুগলের নতুন লাইনআপে আসছে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। ফোনগুলিতে থাকবে কোম্পানির সর্বাধুনিক টেনসর জি৫ প্রসেসর (৩এনএম ভিত্তিক) এবং চলবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে বড়সড় আপগ্রেড।
আরও পড়ুন- ভারতের বাজারের সেরা ১০ ইনভার্টার, এখন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাকে বলুন বাই বাই
পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএল-এ ৫০ এমপি প্রাইমারি, ৪৮ এমপি আল্ট্রা-ওয়াইড এবং ১২ এমপি লেন্স, পিক্সেল ১০ প্রো ফোল্ড-এ ৪৮ এমপি মেইন, ১০.৮ এমপি টেলিফটো এবং ১০.৫ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা- সব মডেলেই থাকবে FHD+ ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট।
আরও পড়ুন- শহরের সেরা রেস্তোরাঁর কায়দায় বিরিয়ানি রাঁধুন বাড়িতেই, দেখুন রেসিপি!
পিক্সেলস্ন্যাপ চার্জিং প্রযুক্তি
এবারের ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে নতুন Pixelsnap Charging। এই প্রযুক্তিতে ফোনে চৌম্বকীয় চার্জার লাগবে, ফলে চার্জিং আরও সহজ এবং দ্রুত হবে। গুগলের দাবি, এটি পিক্সেল সিরিজের জন্য এক বিপ্লব আনবে।
আরও পড়ুন- পায়ে কালো সুতো বাঁধা কি শুভ নাকি অশুভ? জানুন, এর ফলে কী হয়!
পিক্সেল ওয়াচ ৪
নতুন Pixel Watch 4-এ চার্জিং পয়েন্ট পিছনের পরিবর্তে পাশে সরানো হতে পারে। এতে চার্জিং গতিতে ২৫% পর্যন্ত অগ্রগতি ঘটবে। এছাড়া ডিসপ্লেতে থাকবে ৩,০০০ নিট উজ্জ্বলতা এবং আকর্ষণীয় 3D বাঁকা নকশা। এবার ঘড়িতে নতুন Moonstone রঙও পাওয়া যেতে পারে।
আরও পড়ুন- গত এক বছরে হুহু করে বাড়ল সম্পত্তি!পিছনে ফেলে দিলেন মুকেশ আম্বানিকেও
পিক্সেল বাডস ২এ
গুগলের প্রথম A-সিরিজের TWS ইয়ারবাড হতে চলেছে Pixel Buds 2a। এতে থাকবে Active Noise Cancellation (ANC)। ANC চালু অবস্থায়ও ইয়ারবাডগুলি ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চারটি রঙে আসতে পারে এই মডেল—ফগ লাইট, হ্যাজেল, স্ট্রবেরি ও আইরিস।
ভারতে কীভাবে দেখবেন ‘মেড বাই গুগল ২০২৫’?
ইভেন্টটি নিউ ইয়র্কে দুপুর ১টা (ET) থেকে শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি দেখা যাবে ২০ অগস্ট রাত ১০টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করা হবে গুগলের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।