/indian-express-bangla/media/media_files/2025/08/26/airtel-2025-08-26-12-06-36.jpg)
Airtel Recharge Plan: এয়ারটেল রিচার্জ প্ল্যান।
Airtel Recharge Plans: আজকের দিনে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, অফিসের কাজ, গেমিং কিংবা OTT প্ল্যাটফর্ম, সবকিছুতেই ইন্টারনেট দরকার। অনেকেই দিনে ১ জিবি ডেটায় সন্তুষ্ট থাকেন না। তাঁদের জন্য Airtel নিয়ে এসেছে প্রতিদিন ২GB ডেটা রিচার্জের একাধিক প্ল্যান, যেখানে সঙ্গে রয়েছে ফ্রি OTT সাবস্ক্রিপশন, আনলিমিটেড কলিং ও SMS সুবিধা। চলুন এই ৫টি সেরা Airtel প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্ল্যানগুলো দেখে নিন
এয়ারটেল ৩৭৯ টাকার প্ল্যানে পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, Wynk Music, Apollo 24/7, Free HelloTune-এর সুবিধা মিলবে। যাঁরা ছোট ভ্যালিডিটির প্ল্যান চান, তাঁদের জন্য এই প্ল্যান সবচেয়ে উপযোগী।
আরও পড়ুন- কম খরচে স্কুটারে চেপে অফিসে যাতায়াত করতে চান, জানেন কোন ইলেকট্রিক স্কুটার সেরা?
এয়ারটেল ৬৪৯ টাকার প্ল্যানে পাবেন ৫৬ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও এসএমএস, ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। যাঁরা মাসের পর মাস ইন্টারনেট ব্যবহার করছেন, তাঁদের জন্য এটাই সেরা বাছাই হতে পারে।
আরও পড়ুন- 'মহাকাশ ভ্রমণ ভাবতেই পারিনি'! স্বপ্ন ছুঁয়ে অভিজ্ঞতা শেয়ার শুভাংশু'র
এয়ারটেল ৯৭৯ টাকার প্ল্যানে পাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন পাবেন ২জিবি ডেটা। সঙ্গে মিলবে আনলিমিটেড কলিং আর এসএমএসের সুবিধা। পাশাপাশি মিলবে Disney+ Hotstar, Wynk Music, Xstream Play, Apollo 24/7 ফ্রি। যাঁরা OTT কনটেন্ট দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য এই ভ্যালিডিটি সবচেয়ে বেশি উপযুক্ত।
আরও পড়ুন- ১৬ জিবি র্যাম এবং ৪২ এমপি ফ্রন্ট ক্যামেরা!গুগলের এই প্রিমিয়াম ফোনে পান ২০ হাজারের ছাড়
এয়ারটেল ১,০২৯ টাকার প্ল্যানে পাচ্ছেন ৮৪ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন পাবেন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০ SMS, প্রতিদিন একাধিক OTT সাবস্ক্রিপশন ফ্রি-তে পাবেন। বিনোদন ও দীর্ঘ ভ্যালিডিটির জন্য এটাই হতে পারে আপনার পারফেক্ট চয়েস। এয়ারটেল ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে রয়েছে ৩৬৫ টাকার ভ্যালিডিটি। এতে প্রতিদিন ২জিবি ডেটা পাবেন। সঙ্গে মিলবে আনলিমিটেড কলিং, SMS সুবিধা। এই প্ল্যানে Disney+ Hotstar, Wynk Music, Xstream Play, Apollo 24/7 ফ্রি। যাঁরা বারবার রিচার্জ করতে চান না, তাঁদের জন্য এই প্ল্যান সবচেয়ে সাশ্রয়ী।
আরও পড়ুন- রোজই তো যাতায়াত করেন, জানেন একটি রেলের চাকা থেকে শুরু করে কোচ, একটা ট্রেন বানাতে কত টাকা খরচ হয়?
প্রশ্ন হল, এয়ারটেল ২জিবি ডেইলি ডেটা প্ল্যান (Airtel 2GB Daily Data Plan) কার জন্য সেরা? যারা ভিডিও স্ট্রিমিং করেন (YouTube, Netflix, Hotstar), সোশ্যাল মিডিয়া হেভি ইউজার, গেমার, অফিস বা পড়াশোনার জন্য বেশি ডেটা প্রয়োজন এমন ব্যবহারকারী--- এমন ব্যক্তিরা এই প্ল্যানই খোঁজেন। Airtel-এর এই প্ল্যানগুলিতে গ্রাহকরা পাচ্ছেন Disney+ Hotstar, Wynk Music, Apollo 24/7 এবং Xstream Play-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম এক্সেস। ফলে আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা নেই।
যাঁরা প্রতিদিন প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য Airtel-এর দৈনিক ২GB ডেটা প্ল্যান দারুণ সাশ্রয়ী ও লাভজনক। আপনার বাজেট অনুযায়ী ৩৭৯ টাকা থেকে শুরু করে বার্ষিক ৩,৫৯৯ টাকার প্ল্যান পর্যন্ত রয়েছে। OTT কনটেন্ট দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন পড়াশোনা কিংবা অফিসের কাজ—সবকিছুর জন্যই Airtel-এর এই প্ল্যানগুলি হতে পারে আপনার সেরা পছন্দ।