Technology Maruti Fronx 2025: মাত্র ২ লাখে নিজের স্বপ্নের ঝকঝকে চারচাকা, মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর!

Maruti Fronx 2025 Offer: মারুতি আনল Fronx 2025- মাত্র ২ লক্ষ টাকা ডাউন পেমেন্টে! EMI প্ল্যান, ফিচার, মাইলেজ ও সেফটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

Maruti Fronx 2025 Offer: মারুতি আনল Fronx 2025- মাত্র ২ লক্ষ টাকা ডাউন পেমেন্টে! EMI প্ল্যান, ফিচার, মাইলেজ ও সেফটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Budget-Friendly Car: সস্তার গাড়ি।

Budget-Friendly Car: সস্তার গাড়ি।

Budget-Friendly Stylish Car: মারুতি সবসময়ই মধ্যবিত্ত ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। এবার এই বিশ্বাস আরও দৃঢ় করল Maruti Fronx 2025। এটি একটি নতুন প্রজন্মের হ্যাচব্যাক গাড়ি, যেটি আপনি মাত্র ২ লক্ষ টাকার ডাউন পেমেন্টে ঘরে আনতে পারবেন।

Advertisment

ডাউন পেমেন্ট ও EMI প্ল্যান:

এই গাড়িটির দাম ( price) শুরু হচ্ছে ৭.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে, এবং বেস মডেলের জন্য দিল্লিতে আনুমানিক অন-রোড দাম ৮.৪৭ লক্ষ টাকা। আপনি যদি মাত্র ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে বাকি ৬.৫৪ লক্ষ টাকার জন্য আপনি লোন পেতে পারেন। প্রতিমাসে ১৬,৫৪০ টাকা EMI এবং ৯.৮% সুদের হারে আপনি ৪ বছরে লোন পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন- ভারতের বাজারে দাপিয়ে বেড়াবে iphone, বিরাট পরিকল্পনা টিম কুকের, দাম কমবে?

Advertisment

ইঞ্জিন ও পারফরম্যান্স:

এই মডেলে রয়েছে ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন, যা ৯৮ বিএইচপি শক্তি এবং ১৫৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। শহরে ও হাইওয়েতে সহজে চালানোর মত পারফরম্যান্স রয়েছে এতে।

আরও পড়ুন- ঠোঁট ফেটে যাচ্ছে? ঘরোয়া উপায়েই মিলবে সহজে আরাম!

ফিচার ও ডিজাইন:

Maruti Fronx গাড়িতে থাকছে একটি আধুনিক ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, Android Auto এবং Apple CarPlay সাপোর্ট। এছাড়াও রয়েছে Bluetooth কানেক্টিভিটি, রিয়ার ভিউ ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল।

আরও পড়ুন- হালকা, ফেক্সিবেল ডিজাইন! গরমে পান 'হাইটেক কুলিং', ঘরে ঘরে ঘুরে শীতলতা ছড়াবে, অত্যাধুনিক AC সম্পর্কে জেনে নিন

সেফটি ফিচার:

গাড়িতে রয়েছে ABS, EBD, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর এবং ISOFIX চাইল্ড সিট মাউন্টস – যা একটি পারিবারিক গাড়ির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন- দ্রুত চুল পড়ে যাচ্ছে, জেনে নিন কীভাবে টাক পড়া ঠেকাবেন, অনবদ্য এই সব কৌশলে হয়ে উঠুন সুন্দর

ট্রান্সমিশন ও মাইলেজ:

Fronx ২০২৫ মডেলে ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন – দুটোই রয়েছে। ম্যানুয়াল ভ্যারিয়েন্টটি ২৪ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম (বাস্তব ফলাফল অবশ্য এলাকার রাস্তার ওপর নির্ভরশীল)।

যদি আপনি একটি সাশ্রয়ী, স্টাইলিশ এবং ফিচার-প্যাকড গাড়ির খোঁজে থাকেন, তবে Maruti Fronx 2025 হতে পারে আপনার জন্য আদর্শ পছন্দ। মাত্র ২ লক্ষ টাকা ডাউন পেমেন্টে EMI সুবিধায় ঘরে নিয়ে আসুন আপনার স্বপ্নের গাড়ি।

Car Maruti price