BSNL SIM Upgrade: কীভাবে অনলাইনে বিএসএনএলের সিম আপডেট করবেন? বাড়িতেই পান ডেলিভারি

BSNL SIM Upgrade: BSNL এখন গ্রাহকদের জন্য SIM Upgrade অনলাইনে ফ্রি দিচ্ছে। ঘরে বসেই Doorstep Delivery পাবেন। কীভাবে সিমকার্ড অনলাইনে অর্ডার করবেন, জানুন এখানে।

BSNL SIM Upgrade: BSNL এখন গ্রাহকদের জন্য SIM Upgrade অনলাইনে ফ্রি দিচ্ছে। ঘরে বসেই Doorstep Delivery পাবেন। কীভাবে সিমকার্ড অনলাইনে অর্ডার করবেন, জানুন এখানে।

author-image
IE Bangla Web Desk
New Update
BSNL SIM Upgrade

BSNL SIM Upgrade: সিমকার্ড অনলাইনে অর্ডার করুন।

BSNL SIM Upgrade: BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) এখন তার গ্রাহকদের জন্য 4G এবং 5G পরিষেবা দ্রুত সম্প্রসারণ করছে। যাঁরা এখনও পুরোনো 2G বা 3G SIM ব্যবহার করছেন, তাঁরা এখন ঘরে বসেই অনলাইনে BSNL 4G/5G SIM Upgrade করতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হল, কোম্পানি গ্রাহকদের জন্য Free Doorstep Delivery Service দিচ্ছে। অর্থাৎ, CSC (Customer Service Center) বা খুচরা দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই এখন ঘরে বসে নতুন সিম পাওয়া যাবে।   

কেন BSNL 4G/5G SIM Upgrade করবেন

Advertisment

কেন BSNL 4G/5G SIM Upgrade করবেন? উচ্চ গতির ইন্টারনেট স্পিড– 4G এবং 5G নেটওয়ার্কে দ্রুত ডাউনলোড এবং আপলোড হয়। বিনামূল্যে আপগ্রেডের সুবিধা পান। পুরোনো 2G/3G সিম বদলাতে কোনও চার্জ লাগছে না। Doorstep Delivery– ঘরে বসেই নতুন SIM হাতে পাওয়া যাবে। e-KYC সুবিধা পান। অনলাইনে আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট দিয়েই সহজে KYC করা যাবে। আপনার নিকটতম BSNL CSC অথবা অনুমোদিত খুচরা বিক্রেতার কাছে যান।

আরও পড়ুন- মোবাইল নেটওয়ার্ক ডাউন? কুছ পরোয়া নেহি! Wi-Fi Calling-এর সহজ টেকনিকে করুন দেদার ফোন

Advertisment

 সঙ্গে রাখুন আধার কার্ড বা ভোটার কার্ডের মত সরকারি পরিচয়পত্র। গ্রাহক পরিষেবা প্রতিনিধিকে জানান আপনি 4G/5G SIM আপগ্রেড করতে চান। KYC প্রক্রিয়া সম্পন্ন করার পর নতুন SIM পাবেন। নির্দেশ অনুযায়ী SIM Insert করে অ্যাক্টিভেট করুন। এখন BSNL অনলাইনে Doorstep Delivery চালু করেছে। প্রিপেইড ও পোস্টপেইড – দুই ধরনের SIM-ই অর্ডার করা যাবে। এজন্য নতুন BSNL পোর্টাল ভিজিট করুন।

আরও পড়ুন- ভারতের বাজারের সেরা ১০ ইনভার্টার, এখন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাকে বলুন বাই বাই

e-KYC এর জন্য গ্রাহক নিবন্ধন ফর্ম পূরণ করুন। প্রিপেইড বা পোস্টপেইড সিম নির্বাচন করুন। আপনার পিন কোড, নাম, বিকল্প মোবাইল নম্বর দিন। মোবাইল ভেরিফিকেশনের জন্য OTP দিন। অন্যান্য তথ্য পূরণ করার পর রেজিস্ট্রেশন শেষ করুন। আপনার বাড়ির ঠিকানায় BSNL 4G/5G SIM Doorstep Delivery হয়ে যাবে। 

আরও পড়ুন- গরম যতই বাড়ুক, কমবে ইলেকট্রিক বিল! মাসে ১০০ ইউনিট সাশ্রয়ের সহজ ট্রিক জানুন

যেকোনো প্রশ্নের জন্য ডায়াল করুন 1800-180-1503 (টোল ফ্রি) নম্বরে। এই পরিষেবার জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে কি না, তা শিগগিরই নিশ্চিত করবে BSNL। যেখানে Airtel, Jio ও Vi অনেক আগে থেকেই Doorstep Delivery দিয়ে আসছে, BSNL এখন সরকারি অপারেটর হিসেবে একই সুবিধা আনছে বিনামূল্যে। ফলে কম খরচে গ্রামীণ ও শহরাঞ্চলের গ্রাহকেরাও দ্রুত 4G/5G SIM-এর সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন- গুগলের সবচেয়ে বড় ইভেন্ট ২০ আগস্ট! Pixel 10 সিরিজের সঙ্গে আর কী কী? জানুন এক ক্লিকেই

এখন আর CSC-তে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না বা খুচরা দোকানে খোঁজাখুঁজি করতে হবে না। ঘরে বসেই অনলাইনে সহজে রেজিস্ট্রেশন করে BSNL 4G/5G SIM Upgrade করা যাবে। এর ফলে গ্রাহকরা দ্রুত ইন্টারনেট স্পিড এবং উন্নত নেটওয়ার্কের সুবিধা পাবেন। 

bsnl SIM