BSNL Independence Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা BSNL স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অবিশ্বাস্য অফার, মাত্র ১ টাকায় আনলিমিটেড কল, ডেটা এবং SMS। এই অফার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বহু মানুষ নতুন করে BSNL সিম নেওয়ার পরিকল্পনা করছেন।
ভ্যালিডিটি একমাস
BSNL-এর এই বিশেষ Independence Plan-এর ভ্যালিডিটি ৩০ দিন। এই সময়ে গ্রাহকরা পাবেন পুরো মাসের জন্য ২ জিবি ইন্টারনেট ডেটা। সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS একদম ফ্রি। সবচেয়ে বড় কথা, এই সমস্ত সুবিধা পেতে খরচ করতে হবে মাত্র ১ টাকা।
আরও পড়ুন- সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিস্ফোরক প্ল্যানে তোলপাড় ফেলল jio, ২০০ -এর কমে বিরাট ম্যাজিক
এই অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ, যাঁরা BSNL-এর নতুন সংযোগ নেবেন, তাঁরাই এই বিশেষ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। পুরনো গ্রাহকরা এই ১ টাকার প্ল্যান পাবেন না। নতুন সিম সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। সিম নেওয়ার সময় কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
আরও পড়ুন- বর্ষাকালে ঘরে লাগান এই ৫ গাছ, মশা ঝটপটিয়ে উড়ে পালাবে
BSNL পুরনো গ্রাহকদের জন্যও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার রেখেছে। মাত্র ২৪৯ টাকার রিচার্জে এই অফার দেওয়া হচ্ছে। যার ভ্যালিডিটি থাকছে ৪৫ দিন। প্রতিদিন ২ জিবি ডেটা করে মিলবে মোট ৯০ জিবি ডেটা। সমস্ত নেটওয়ার্কে মিলবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। পাশাপাশি ফ্রি SMS-এর সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন- এই সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়লেই চাকরি নিশ্চিত
বর্তমান টেলিকম দুনিয়ায় এমন সস্তা প্ল্যান প্রায় নেই বললেই চলে। একদিকে যখন অন্য সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াচ্ছে, BSNL সেখানে নতুন গ্রাহক টানতে বিপ্লব ঘটিয়েছে। মাত্র ১ টাকার বিনিময়ে এই ধরনের ফিচার পাওয়া সত্যিই বিরল ঘটনা। BSNL তাদের অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেলে এই অফারের কথা জানিয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, 'সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স উইথ বিএসএনএল - মাত্র ১ টাকায় আনলিমিটেড ফ্রিডম' (Celebrate Independence with BSNL — Unlimited Freedom in Just ₹1)! সঙ্গে রিচার্জ ডিটেলসও দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা সহজে প্ল্যানটি নিতে পারেন।
আরও পড়ুন- ৫০০ টাকার নিচে সেরা এয়ারটেল প্রিপেইড প্ল্যান, ধামাকা অফারে জিও-কে টেক্কা
এই অফার পেতে, BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ ডাউনলোড করুন। 'New Connection' অপশন সিলেক্ট করুন। ফ্রি সিম নিন এবং অ্যাক্টিভেট করুন। রিচার্জ সেকশনে গিয়ে মাত্র ১ টাকায় ইন্ডিপেন্ডেন্স প্ল্যান (Independence Plan) বেছে নিন। পেমেন্টের পর প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে।
বিএসএনএল ইন্ডিপেন্ডেন্স প্ল্যান (BSNL Independence Plan) নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে বড় টেলিকম সারপ্রাইজ। যাঁরা নতুন সিম নিতে চান, তাঁদের জন্য এটি এক সোনালি সুযোগ। স্বাধীনতা দিবসে এমন অফার খুব কমই দেখা যায়, তাই সুযোগ হাতছাড়া না করাই ভালো।