ChatGPT Go: ১০ গুণ দ্রুত গতি! চ্যাটজিপিটি ব্যবহারের আসল মজা এবারেই

ChatGPT Go: ভারতে লঞ্চ হল ChatGPT Go। মাত্র ৩৯৯ টাকায় মিলবে GPT-5 চালিত নতুন সাবস্ক্রিপশন। ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ, নানা সুবিধায় বিস্তর সুযোগ।

ChatGPT Go: ভারতে লঞ্চ হল ChatGPT Go। মাত্র ৩৯৯ টাকায় মিলবে GPT-5 চালিত নতুন সাবস্ক্রিপশন। ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ, নানা সুবিধায় বিস্তর সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
ChatGPT Go

ChatGPT Go: ওপেনএআই নতুন প্ল্যান।

ChatGPT Go: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গত কয়েক বছরে বিপুলভাবে বেড়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, গবেষক থেকে কনটেন্ট ক্রিয়েটর— প্রায় সবাই এখন বিভিন্ন কাজে এআই নির্ভরশীল। ওপেনএআই-এর জনপ্রিয় পণ্য ChatGPT অনেকের কাছেই দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য টুল হয়ে উঠেছে। তবে ফ্রি প্ল্যানে কিছু সীমাবদ্ধতা থাকায় অনেক ব্যবহারকারী চেয়েছিলেন একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প। সেই চাহিদার কথা মাথায় রেখেই ওপেনএআই এবার ভারতে চালু করল একেবারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান— ChatGPT Go।

নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের দাম

Advertisment

এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতিমাসে মাত্র ৩৯৯ টাকা। যা Plus বা Pro প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা। ফলে ভারতের ব্যবহারকারীরা কম খরচে উন্নত এআই-এর সুবিধা নিতে পারবেন। ফ্রি প্ল্যানের তুলনায় ChatGPT Go দিচ্ছে একাধিক অতিরিক্ত ফিচার। এটা GPT-5 দ্বারা চালিত। ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ পাঠানোর সুবিধা থাকছে। বেশি ছবি তৈরি করার ক্ষমতা (AI Image Generation) থাকছে। ফাইল আপলোড করার সুবিধা মিলবে। দু’গুণ বেশি মেমোরি, ফলে কথোপকথন হবে আরও ব্যক্তিগত এবং দীর্ঘমেয়াদি। উন্নত ভারতীয় ভাষার ব্যবহার এখানে চালু থাকছে।

আরও পড়ুন-শুঁড় থেকে কান, গণেশের প্রতিটি অংশের কিন্তু আলাদা রহস্য, জানেন সেটা?

এবং

Advertisment

আরও পড়ুন-ভারতের বাজারে এবার প্যানাসনিক স্মার্ট টিভি, ফিচার দেখে আনন্দে আটখানা ক্রেতারা

ওপেনএআই-এর বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এখন তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার। তাই ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই বিশেষ অফার আনা হয়েছে। প্রথমবারের মতো সাবস্ক্রিপশনের দাম ভারতীয় টাকায় দেখানো হচ্ছে। ভারতের প্রায় প্রত্যেকেই এখন ইউপিআই ব্যবহার করেন। সেই সুবিধাকেই কাজে লাগিয়ে ChatGPT Go সাবস্ক্রিপশনের জন্য এবার PhonePe, Google Pay, Paytm-সহ সব ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করে টাকা পরিশোধ করা যাবে। এর ফলে গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে শহর— সবার কাছে এই প্ল্যান পৌঁছে যাবে বলে আশা সংস্থার কর্তাদের। 

আরও পড়ুন- মোবাইল নেটওয়ার্ক ডাউন? কুছ পরোয়া নেহি! Wi-Fi Calling-এর সহজ টেকনিকে করুন দেদার ফোন

এবং

আরও পড়ুন- গরম যতই বাড়ুক, কমবে ইলেকট্রিক বিল! মাসে ১০০ ইউনিট সাশ্রয়ের সহজ ট্রিক জানুন

ওপেনএআই জানিয়েছে, আপাতত এই প্ল্যান শুধুমাত্র ভারতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে খুব শিগগিরই এটি বিশ্বজুড়ে চালু করার পরিকল্পনা রয়েছে। ভারতে এআই ব্যবহারের ঝড় বইছে। এমন সময়ে ChatGPT Go প্ল্যানের আগমন নিঃসন্দেহে আরও বেশি ব্যবহারকারীদের এআই-কে হাতের নাগালে এনে দেবে। মাত্র ৩৯৯ টাকায় GPT-5 চালিত এই সাবস্ক্রিপশন শিক্ষার্থী থেকে শুরু করে প্রফেশনাল— সবার কাছেই হয়ে উঠতে পারে একেবারে গেম চেঞ্জার।

ChatGPT Go