/indian-express-bangla/media/media_files/2025/08/19/panasonic-smart-tv-2025-08-19-19-00-27.jpg)
Panasonic Smart TV: ভারতে নতুন স্মার্ট টিভি।
Panasonic Smart TV: ভারতে স্মার্ট টিভির বাজারে আরও এক নতুন সংযোজন করল Panasonic। কোম্পানি নিয়ে এল তাদের একেবারে নতুন P-Series Smart TV lineup, যার মধ্যে রয়েছে একাধিক মডেল। এর মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে 65-inch এবং 75-inch ShinobiPro MiniLED TV। উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম সাউন্ড এবং স্টাইলিশ ডিজাইনের জন্য ইতিমধ্যে এই টিভি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নতুন মডেলের বৈশিষ্ট্য
প্যানাসনিক জানিয়েছে, তাদের নতুন পি-সিরিজের দাম শুরু হচ্ছে মাত্র ১৭,৯৯০ টাকা থেকে। আর প্রিমিয়াম 75-ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯,৯৯০ টাকা পর্যন্ত রয়েছে। গ্রাহকরা চাইলে এই টিভিগুলি কিনতে পারবেন প্যানাসনিকের অথরাইজড রিটেইল স্টোর, অনলাইন প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন- কীভাবে অনলাইনে বিএসএনএলের সিম আপডেট করবেন? বাড়িতেই পান ডেলিভারি
ShinobiPro MiniLED টিভিগুলিতে থাকছে Pixel-level Dimming, 4K Studio Color Engine এবং AccuView Display Technology। ফলে ছবির রং ও উজ্জ্বলতা আগের চেয়ে আরও বেশি নিখুঁত দেখা যায়। Dolby Vision এবং HDR10+ সাপোর্ট থাকায় সিনেমা বা স্পোর্টস ম্যাচ দেখার অভিজ্ঞতা হবে আরও বেশি লাইভের মত। টিভিগুলির ডিজাইন সম্পূর্ণ Bezel-less, তাই যে কোনও লিভিং রুমে এগুলি প্রিমিয়াম লুক এনে দেবে।
আরও পড়ুন- মোবাইল নেটওয়ার্ক ডাউন? কুছ পরোয়া নেহি! Wi-Fi Calling-এর সহজ টেকনিকে করুন দেদার ফোন
সবকটি মডেলেই থাকছে Google TV Integration। এর মানে হল আপনি সহজেই Google Assistant Voice Command ব্যবহার করে টিভি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও টিভির রিমোটে ব্লুটুথ সাপোর্ট রয়েছে। গেমার ও সিনেমা প্রেমীদের কথা মাথায় রেখে টিভিগুলিতে দেওয়া হয়েছে 144Hz Refresh Rate এবং MEMC Technology, যা দ্রুতগতির ভিজ্যুয়ালকে করে তুলবে আরও স্মুথ।
আরও পড়ুন- গরম যতই বাড়ুক, কমবে ইলেকট্রিক বিল! মাসে ১০০ ইউনিট সাশ্রয়ের সহজ ট্রিক জানুন
শুধু ডিসপ্লে নয়, সাউন্ডেও নজর কেড়েছে এই সিরিজ। 65-inch মডেল (TH-65PX950DX)–এ রয়েছে 270W সাউন্ড সিস্টেম। 75-inch মডেল (TH-75PX950DX)–এ রয়েছে 300W সাউন্ড সিস্টেম। দুটো টিভিতেই রয়েছে Dolby Atmos এবং DTS Support-সহ Home-Theater grade speakers।
আরও পড়ুন- গুগলের সবচেয়ে বড় ইভেন্ট ২০ আগস্ট! Pixel 10 সিরিজের সঙ্গে আর কী কী? জানুন এক ক্লিকেই
গ্রাহকদের জন্য রয়েছে একাধিক কানেক্টিভিটি অপশন। যেমন- HDMI 2.1, USB, Optical Audio Output, Bluetooth, Built-in Chromecast। যদি আপনি সিনেমা, গেমিং এবং স্ট্রিমিং এক্সপেরিয়েন্সকে আরও ভালো করতে চান, তবে Panasonic-এর এই নতুন সিরিজ হতে পারে একেবারে সঠিক পছন্দ। বড় পর্দায় সিনেমা হলের অভিজ্ঞতা পেতে চাইলে 65 বা 75 ইঞ্চির টিভি ভ্যারিয়েন্টটাই আপনার জন্য আদর্শ।