/indian-express-bangla/media/media_files/2024/10/31/CFqtzMM2K7gXtu1ER0KV.jpg)
১০,০০০ টাকার মধ্যেই পেয়ে যান পছন্দের 5G স্মার্টফোন, দুর্দান্ত ফিচারসহ দেখুন সেরা ৫-এর তালিকা
Cheapest Top Five 5G Smartphone In India: স্মার্টফোন এখন শুধুমাত্র বিলাসিতা নয়, জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ঘরে বসেই নানা কাজ সেরে ফেলার জন্য আজকাল অধিকাংশ মানুষ স্মার্টফোনের ওপর নির্ভরশীল। তবে নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেই বাজেট নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিশেষত যারা ১০ হাজার টাকার কম বাজেটে একটি 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য রয়েছে বেশ কিছু ভালো বিকল্প। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বাজারের এমন পাঁচটি সাশ্রয়ী 5G স্মার্টফোন সম্পর্কে যেগুলিতে আপনি পাবেন কম দামে দুর্দান্ত ফিচার।Samsung থেকে Poco-র একাধিক মডেল রয়েছে এই তালিকায়।
Samsung Galaxy F06 5G
স্যামসাং গ্যালাক্সি F06 5G দেখতে আকর্ষণীয় এবং পারফরম্যান্সেও যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে ও Dimensity 6300 প্রসেসর। ক্যামেরার দিক থেকে, এতে রয়েছে 50MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। শক্তিশালী 5000mAh ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে 8,699 টাকা।
POCO C75 5G :
কম বাজেটে উন্নত ফিচার খুঁজলে Poco C75 5G একটি ভালো বিকল্প। এতে রয়েছে 6.88 ইঞ্চি HD+ ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 5160mAh ব্যাটারি। স্মার্টফোনটি চলে 4s Gen 2 5G প্রসেসরে। ফোনটিতে রয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ। দাম মাত্র 7,699 টাকা ।
Motorola G35 5G :
প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চাইলে Motorola G35 5G-ও একটি চমৎকার অপশন। ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যবহৃত হয়েছে Unisoc T760 প্রসেসর ও 5000mAh ব্যাটারি। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 9,999 টাকা।
Vivo T4 Lite 5G :
বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে Vivo T4 Lite 5G-ও বেশ জনপ্রিয়। এতে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, 50MP + 2MP ডুয়াল ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি। ফোনটি চালিত হয় Dimensity 6300 প্রসেসরে এবং সঙ্গে রয়েছে 4GB RAM + 128GB স্টোরেজ। এর দাম 9,999 টাকা।
POCO M6 Plus 5G :
ক্যামেরা প্রেমীদের জন্যPoco M6 Plus 5G একটি দুর্দান্ত স্মার্টফোন। ফোনটিতে রয়েছে 6.79 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং 5030mAh ব্যাটারি। বিশেষ আকর্ষণ এর 108MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা। 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র 9,999 টাকা।