/indian-express-bangla/media/media_files/2025/08/31/mobile-and-money-2025-08-31-17-59-32.jpg)
Mobile and Money: মোবাইলের কভারে অনেকেই টাকা রাখেন।
Mobile Phone: আজকের দিনে মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়, বরং আমাদের জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে ব্যাঙ্কিং, কেনাকাটা, বিনোদন—সব কিছুতেই স্মার্টফোনের ব্যবহার। কিন্তু অনেকেই অজান্তে কিছু ভুল করে বসেন, যা ফোনের ক্ষতি তো করেই, সেই সঙ্গে জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেন।
মোবাইলে কভারে নানা জিনিস রাখার জায়গা থাকে
আরও পড়ুন- পুজোর আগে বিরাট চমক! iPhone 17 থেকে Galaxy S25 FE আসছে একের পর এক প্রিমিয়াম মডেল
অনেকেই ফোনকে পার্সের মতো ব্যবহার করেন। বাজারে বেরোলেই টাকার নোট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সরাসরি মোবাইল কভারের ভেতর ঢুকিয়ে রাখেন। বাইরে আলাদা মানিব্যাগ বহন করার ঝামেলা এড়াতে এটা অনেকের কাছে সহজ উপায় মনে হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে।
আরও পড়ুন- ২০০ টাকারও কম দামে ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! পুজোর আগে বড় চমক
কীভাবে ক্ষতি হতে পারে? মোবাইল গরম হয়ে যেতে পারে। দীর্ঘক্ষণ ব্যবহার বা চার্জ দেওয়ার সময় ফোন গরম হয়ে যেতে পারে। চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। ফোন গরম হলে এর ভেতরে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। কার্ড ডেমেজ হতে পারে। এই চৌম্বক ক্ষেত্র ডেবিট বা ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ নষ্ট করে দিতে পারে। নোটের ঝুঁকিও বাড়ে। টাকার নোটে ব্যবহৃত রাসায়নিক, ফোনের তাপ আটকে রাখে, ফলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন- পেট্রোল ভরার ঝামেলা থেকে মুক্তি! রয়্যাল এনফিল্ডের বড় চমক, আধুনিক ফিচারে মন ভরে যাবে
ফোনে অতিরিক্ত তাপ জমলে প্রসেসর বা ব্যাটারিতে চাপ বাড়ে। ভুল চার্জার ব্যবহার করলে ঝুঁকি আরও বাড়ে। ফোন কভারের ভেতর টাকা বা কার্ড থাকলে তাপ আটকে যায়। ফলে হঠাৎ আগুন লাগতে পারে বা ব্যাটারি বিস্ফোরণে ফেটে যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, ক্রেডিট বা ডেবিট কার্ড ফোনের সঙ্গে রাখলে কার্ডের ডেটা নষ্ট হয়ে যেতে পারে। টাকা রাখলে ফোনে তৈরি হওয়া তাপ বের হতে না পেরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। আলাদা কার্ড হোল্ডার বা মানিব্যাগ ব্যবহার করা এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বলেই বিশেষজ্ঞদের ধারণা।
তাহলে এক্ষেত্রে কী করবেন? ফোনের কভারে টাকা, কার্ড, কাগজ বা অন্য কিছু রাখবেন না। সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন। ফোন অতিরিক্ত গরম হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। মোবাইল ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করা এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায়। মনে রাখতে হবে, মোবাইল ফোন আমাদের সঙ্গী হলেও, এর ব্যবহার নিয়ে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। একটি ছোট্ট ভুল, যেমন ফোন কভারের ভেতরে টাকা বা কার্ড রাখা, বড়সড় ক্ষতির কারণ হতে পারে। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্যই তাই আজ থেকে এই কুঅভ্যাস ত্যাগ করা উচিত।