/indian-express-bangla/media/media_files/2025/09/23/zoho-2025-09-23-18-35-16.jpg)
Zoho: বামদিকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডানদিকে জোহোর অফিস।
Indian Company: Zoho Corporation হল একটি ভারতীয় সফটওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস (SaaS) কোম্পানি, যা ১৯৯৬ সালে শ্রীধর ভেম্বু এবং টনি থমাস প্রতিষ্ঠা করেছিলেন। যদিও এটি শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিস্টার্ড ছিল, বর্তমানে কোম্পানির মূল সদর দফতর চেন্নাইতে এবং এর বেশিরভাগ কাজকর্ম পরিচালিত হয় তামিলনাড়ুর গ্রামীণ অঞ্চল থেকে। আজকের দিনে Zoho বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ১০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে এক বিশাল সফটওয়্যার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ছোট ব্যবসা থেকে বড় কর্পোরেট, এমনকী ফরচুন ৫০০ কোম্পানিগুলিও Zoho-র বিভিন্ন টুল ব্যবহার করে।
আইটি মন্ত্রীর ঘোষণা
সম্প্রতি কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স (পূর্বে টুইটার)-এ ঘোষণা করেছেন যে তিনি আর Microsoft Office বা Google Workspace ব্যবহার করবেন না। পরিবর্তে তিনি এখন Zoho Writer, Zoho Sheet, Zoho Show-সহ Zoho-র নেটিভ টুলগুলো ব্যবহার করবেন নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের জন্য। তিনি লিখেছেন, 'আমি জোহোতে চলে যাচ্ছি- ডকুমেন্ট, স্প্রেডশিট এবং উপস্থাপনার জন্য এটা আমাদের নিজস্ব স্বদেশি প্ল্যাটফর্ম। আমি সকলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির স্বদেশি শিল্পে জোর দেওয়ার আহ্বানে সাড়া দিতে অনুরোধ করছি।'
আরও পড়ুন- বাজারে টেকসই, পাওয়ারফুল, গেমিং-ফ্রেন্ডলি স্মার্টফোন! ফিচার শুনলে চোখ কপালে উঠবে
I am moving to Zoho — our own Swadeshi platform for documents, spreadsheets & presentations. 🇮🇳
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 22, 2025
I urge all to join PM Shri @narendramodi Ji’s call for Swadeshi by adopting indigenous products & services. pic.twitter.com/k3nu7bkB1S
Zoho শুধু একটি সফটওয়্যার নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। এখানে রয়েছে ৫৫টিরও বেশি ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন। সবচেয়ে জনপ্রিয় টুলগুলির মধ্যে রয়েছে, Zoho Writer– অনলাইন ডকুমেন্ট এডিটর, Zoho Sheet– স্প্রেডশিট টুল, Zoho Show– প্রেজেন্টেশন সফটওয়্যার, Zoho Mail– ইমেল সলিউশন, Zoho WorkDrive– ক্লাউড স্টোরেজ, Zoho CRM– কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, Zoho Meeting – ভিডিও কনফারেন্সিং, Zoho Projects – প্রজেক্ট ম্যানেজমেন্ট।
আরও পড়ুন- জিএসটি ২.০-র পর নিনজা ৩০০-সহ একাধিক বাইকের দাম হাতের নাগালে, জানেন কত?
কেন Zoho জনপ্রিয় হচ্ছে?
ডেটা প্রাইভেসি – Zoho-র অন্যতম বড় শক্তি হল এটি বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের ওপর নির্ভর করে না। ব্যবহারকারীর ডেটা বিক্রি করা হয় না। সাশ্রয়ী সাবস্ক্রিপশন – Microsoft ও Google-এর তুলনায় Zoho-র সাবস্ক্রিপশন অনেক সস্তা, যা ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার কাছে এটিকে জনপ্রিয় করে তুলেছে। Made in India – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নিতে জোহো ইতিমধ্যেই অন্যতম বড় উদাহরণ। আন্তর্জাতিক উপস্থিতি – শুধু ভারত নয়, Zoho-র পরিষেবা আজ বিশ্বব্যাপী জনপ্রিয়।
আরও পড়ুন- ChatGPT-তে ভুলেও এই সাত কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ আসতে পারে আপনার জীবনে
ভারত সরকারের দৃষ্টিকোণ
অশ্বিনী বৈষ্ণবের এই ঘোষণা শুধু একটি সফটওয়্যার পরিবর্তন নয়, বরং ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের লক্ষ্য হল, দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে আনা এবং ভারতীয় সফটওয়্যার ও হার্ডওয়্যারকে বিশ্বে শক্ত অবস্থানে পৌঁছে দেওয়া। বর্তমানে জোহো সরাসরি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা হল Microsoft Office 365, Google Workspace। কিন্তু জোহো তার স্বচ্ছ প্রাইভেসি পলিসি, কমদামি সাবস্ক্রিপশন এবং স্থানীয় সাপোর্টের কারণে আলাদা পরিচিতি তৈরি করেছে।
Zoho আজ শুধু একটি সফটওয়্যার কোম্পানি নয়, বরং ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতো ব্যক্তিত্ব যখন জোহো ব্যবহার শুরু করেন, তখন সেটি আরও বেশি করে মানুষকে স্বদেশী প্রযুক্তি গ্রহণে অনুপ্রাণিত করবেই। যার সুবাদে জোহো কার্যত প্রমাণ করে দিল, ভারতীয় সফটওয়্যারও বিশ্বমানের হতে পারে এবং দেশীয় পণ্যে আস্থা রাখলে তা আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদেরও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।