/indian-express-bangla/media/media_files/2025/05/01/E5ipPWFzaRMtMUWYMOM0.jpg)
Jio’s Plan: জিও-র নতুন প্ল্যান।
Jio’s Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio এবার নিয়ে এল এমন এক (new) দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান, যা একবার করলেই ১১ মাস কোনও চিন্তা নেই! মাত্র ৮৯৫ টাকা খরচ করে আপনি পেতে পারেন অফুরন্ত কল, ইন্টারনেট ও SMS সুবিধা— তবে এই প্ল্যান সবার জন্য নয়।
প্ল্যানে কী থাকছে?
আরও পড়ুন- ১লা মে হল টা কী! হুহু করে দাম কমল একের পর এক প্রিমিয়াম স্মার্টফোনের!
এই নতুন প্ল্যানটির বৈধতা ৩৩৬ দিন, অর্থাৎ প্রায় ১১ মাস। এর মধ্যে প্রতি ২৮ দিনে আপনি পাবেন:
অফুরন্ত ভয়েস কলিং (স্থানীয় ও STD)
৫০টি SMS প্রতি ২৮ দিনে
২GB হাই-স্পিড ডেটা প্রতি ২৮ দিনে (মোট ২৪GB)
যদিও ডেটার পরিমাণ খুব বেশি নয়, তবে যারা শুধু ফোন ও হালকা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি অসাধারণ অফার।
আরও পড়ুন- রাস্তায় আখের রস দেখে লোভ হয়, ক্ষতি হবে জেনেও খান? নিজেকে বাঁচিয়ে কীভাবে খাবেন, জেনে নিন
কারা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৮৯৫ টাকার প্ল্যান শুধুমাত্র Jio Phone ও Jio Bharat Phone ব্যবহারকারীদের জন্য। যাঁরা সাধারণ স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য এই প্ল্যানটি প্রযোজ্য নয়। তাই শুধুমাত্র ফিচার ফোন ব্যবহারকারীরাই এই সুবিধা নিতে পারবেন।
Jio-র অন্যান্য প্ল্যান
আরও পড়ুন- আবহাওয়া বদলাচ্ছে, রোদ-বৃষ্টির খেলায় বাড়ছে রোগ! এই সময়ে কী করবেন?
Jio এখন বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য আলাদা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যেমন:
এন্টারটেইনমেন্ট প্ল্যানস
True Unlimited Upgrade Plans
Annual Long-Term Plans
Data Packs
Jio Phone & Bharat Phone Plans
Value Plans
True 5G Unlimited Plans
Jio-র এই প্ল্যানটি মূলত সেই ব্যবহারকারীদের জন্য এনেছে, যাঁরা বারবার রিচার্জ করতে চান না এবং মোবাইলের খরচ কমাতে চান।
আরও পড়ুন- বাজারে যেটা আমপানা বলে বিক্রি হচ্ছে, সেটা কি আদৌ নিরাপদ? জানুন আসল সত্যিটা
Jio-র ৮৯৫ টাকার এই ১১ মাসের প্ল্যানটি মূলত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য একটি দীর্ঘমেয়াদি এবং খরচ-সাশ্রয়ী সমাধান। আপনি যদি একটি Jio Phone বা Jio Bharat Phone ব্যবহার করে থাকেন, তবে এই প্ল্যানটি আপনার জন্য সেরা প্ল্যান হতে পারে।