Discount On Flagship Smartphone: ১লা মে হল টা কী! হুহু করে দাম কমল একের পর এক প্রিমিয়াম স্মার্টফোনের!

Amazon Sell :১ মে থেকে শুরু অ্যামাজনের বিরাট সেল, আইফোন ১৫, স্যামসাং গ্যালাক্সি S24 Ultra-সহ একাধিক প্রিমিয়াম স্মার্টফোন এখন অর্ধেক দামে। কারণ, প্রিমিয়াম স্মার্টফোনগুলির উপর থাকছে বিশাল ছাড়।

Amazon Sell :১ মে থেকে শুরু অ্যামাজনের বিরাট সেল, আইফোন ১৫, স্যামসাং গ্যালাক্সি S24 Ultra-সহ একাধিক প্রিমিয়াম স্মার্টফোন এখন অর্ধেক দামে। কারণ, প্রিমিয়াম স্মার্টফোনগুলির উপর থাকছে বিশাল ছাড়।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Samsung Galaxy S24 Ultra: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা।

Samsung Galaxy S24 Ultra: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা। (প্রতীকী ছবি)

Amazon Sell Offer On Smartphone: আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ১ মে থেকে শুরু হওয়া Amazon Smartphone Sale 2025 আপনার জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। এই বিশেষ সেলে iPhone 15, Samsung Galaxy S24 Ultra, OnePlus 13R, iQOO Neo 10R-এর মতো ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম স্মার্টফোনগুলির উপর থাকছে বিশাল ছাড়।

Advertisment

কী কী সুবিধা থাকছে এই ফোনে? দেখে নিন: 

এই সেলে শুধুমাত্র স্মার্টফোন নয়, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতেও থাকছে আকর্ষণীয় ছাড়। আপনি চাইলে EMI অপশন, ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার-এর সুবিধাও নিতে পারবেন।

আরও পড়ুন- পায়ে কাঁটা বিধলে কী করবেন? ঘরোয়া উপায়ে সহজেই কাঁটা তোলার পদ্ধতি জানুন!

Advertisment

iPhone 15- মাত্র ৫৭,৭৪৯ টাকায়:

আরও পড়ুন- এটিএমে টাকা আটকে গেছে? চরম বিপদে আপনি, সঙ্গে সঙ্গে যা করবেন, জেনে নিন!

অ্যাপল প্রেমীদের জন্য থাকছে বিরাট চমক। iPhone 15 এবার পাওয়া যাবে মাত্র ৫৭,৭৪৯ টাকায়। অ্যামাজন দিচ্ছে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস। এই ফোনে রয়েছে ৪৮-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে।

আরও পড়ুন- প্যাকেটজাত দই রেখে দিচ্ছেন ফ্রিজে, জানেন এটা কতদিন ভালো থাকতে পারে?

Samsung Galaxy S24 Ultra 5G মাত্র ৮৪,৯৯৯ টাকায়:

Samsung-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন Galaxy S24 Ultra 5G এবার পাওয়া যাবে ৮৪,৯৯৯ টাকায়। এছাড়া HDFC ব্যাংক ক্রেডিট কার্ডে ১০% অতিরিক্ত ছাড়-ও দিচ্ছে Amazon। ফোনটিতে রয়েছে ৬.৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে, ২০০MP ক্যামেরা এবং Galaxy AI ফিচার।

আরও পড়ুন- রাস্তায় আখের রস দেখে লোভ হয়, ক্ষতি হবে জেনেও খান? নিজেকে বাঁচিয়ে কীভাবে খাবেন, জেনে নিন

OnePlus 13R: ৫জি ফোন এখন ৩৯,৯৯৯ টাকায়:

অফার চলাকালীন OnePlus 13R 5G মাত্র ৩৯,৯৯৯ টাকায় মিলবে সেল উপলক্ষ্যে। ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন এবং ফাস্ট চার্জিং সুবিধা।

আরও পড়ুন- আবহাওয়া বদলাচ্ছে, রোদ-বৃষ্টির খেলায় বাড়ছে রোগ! এই সময়ে কী করবেন?

বাজেট ফ্রেন্ডলি iQOO ফোন মাত্র ১৩,২৪৯ টাকায়:

যারা বাজেটের মধ্যে দুর্দান্ত স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য রয়েছে iQOO Neo 10R। ৪,২৫০ টাকার ছাড়ের পর ফোনটির দাম দাঁড়াবে মাত্র ১৩,২৪৯ টাকা। এতে আছে ৬,৪০০mAh ব্যাটারি এবং ৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

iPhone 15 amazon oneplus