/indian-express-bangla/media/media_files/2025/10/30/shark-smartphone-2025-10-30-19-40-28.jpg)
New Smartphone: বাজারে সাধ্যের মধ্যে দুর্দান্ত স্মার্টফোন।
Lava Shark 2 Smartphone: ভারতীয় স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা দিনকে দিন বেড়েই চলেছে। বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি এখন দেশীয় ব্র্যান্ডগুলোও বাজারে দুর্দান্তভাবে জায়গা করে নিচ্ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন Lava Shark 2 Smartphone, যার দাম মাত্র ৬,৯৯৯ টাকা! লাভা এই ফোনটি মূলত তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে তৈরি করেছে। তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটররা সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স এবং প্রিমিয়াম লুক চান।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
লাভা শার্ক ২ দেখতে একদমই প্রিমিয়াম। বড় ক্যামেরা মডিউল, মসৃণ প্লেইন ফিনিশ আর আইফোন-স্টাইল লুক এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফোনটি দুইটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে— Eclipse Grey এবং Aurora Gold। হাতের গ্রিপও বেশ আরামদায়ক, ফলে দীর্ঘ সময় ব্যবহারেও অস্বস্তি হয় না।
আরও পড়ুন- উইপ্রো ও IISc যৌথভাবে তৈরি করল ভারতের প্রথম চালকবিহীন গাড়ি!
ক্যামেরা পারফরম্যান্স
এই দামে ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা পাওয়া সত্যিই প্রশংসনীয়। লাভা জানিয়েছে, এর সেন্সর কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ইনস্টাগ্রাম রিল ও ইউটিউব শর্টস তৈরির জন্য পারফেক্ট।
আরও পড়ুন- ঘরের কাজ করানো, কথা বলার জন্য কাউকে চাই? চাহিদা মেটাবে এই রোবট!
লাভা শার্ক ২ চালিত হয় Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর দ্বারা, যা দৈনন্দিন কাজ, গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম প্লাস ৪ জিবি ভার্চুয়াল র্যাম, এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে আছে ৫০০০ mAh ব্যাটারি, যা সারাদিন আরামসে চলে যায়। সঙ্গে রয়েছে ১০W চার্জার (১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট) ও USB Type-C পোর্ট। দৈনন্দিন ব্যবহারে দুর্দান্ত।
আরও পড়ুন- উইকিপিডিয়ার টক্করে এবার ফ্রি AI-powered এনসাইক্লোপিডিয়া! কীভাবে নেবেন এই সুবিধা?
৬.৭৫ ইঞ্চির HD প্লাস LCD ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট ফোনটির ভিউয়িং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করেছে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা গেম খেলা — সবকিছুই ভালোভাবে চলে। ফোনটি চলে Android 15 অপারেটিং সিস্টেমে। যেখানে নেই কোনও অপ্রয়োজনীয় অ্যাপ বা বিজ্ঞাপন। লাভা প্রতিশ্রুতি দিয়েছে ২ বছরের নিরাপত্তা আপডেট এবং OS আপগ্রেডের। ফলে ব্যবহারকারীরা পাবেন একটি ক্লিন, স্মুথ আর সিকিউর অভিজ্ঞতা।
আরও পড়ুন- বাজাজ পালসার এনএস ১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর, মাইলেজ, দামের দিক থেকে কোনটি সেরা?
IP54 রেটিং— ধুলো ও হালকা জলের ঝাপটা থেকে সুরক্ষা দেয়। Face Unlock ও Fingerprint Sensor ফোনের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। সঙ্গে রয়েছে ডোরস্টেপ সার্ভিস সাপোর্ট বা লাভার অনন্য কাস্টমার কেয়ার সুবিধা। সামগ্রিকভাবে, যাঁরা বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, ভালো ক্যামেরা এবং ভালো পারফরম্যান্স চান, মাত্র ৬,৯৯৯ টাকা দামে Lava Shark 2 Smartphone তাঁদের জন্য একটি অসাধারণ অপশন। ভারতীয় ব্র্যান্ড হিসেবে লাভা আবারও প্রমাণ করল যে দেশীয় প্রযুক্তিও আন্তর্জাতিক মানের হতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us