Health Insurance: এজেন্ট ছাড়াই, এদিক-ওদিক দৌড়ঝাঁপ না করে! মাত্র ৫ মিনিটে ঘরে বসেই পান লক্ষ লক্ষ টাকার জীবন বিমা, কীভাবে?

PMJJBY Health Insurance: মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়ামে ২ লক্ষ টাকার জীবন বীমা এখন ঘরে বসেই পেতে পারেন, কোনও এজেন্ট ছাড়াই। জেনে নিন কীভাবে অনলাইনে PMJJBY-তে আবেদন করবেন।

PMJJBY Health Insurance: মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়ামে ২ লক্ষ টাকার জীবন বীমা এখন ঘরে বসেই পেতে পারেন, কোনও এজেন্ট ছাড়াই। জেনে নিন কীভাবে অনলাইনে PMJJBY-তে আবেদন করবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
insurance apply

Insurance Apply: অনলাইনে জীবন বিমার আবেদন।

PMJJBY Health Insurance: আপনি কি এমন একটি জীবন বিমা খুঁজছেন যা সহজে, দ্রুত এবং কম খরচে পাওয়া যায়? তাহলে PMJJBY বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আপনার জন্য সেরা বাছাই হতে পারে। এই সরকারি উদ্যোগে আপনি মাত্র ৪৩৬ টাকা বার্ষিক প্রিমিয়ামে পেতে পারেন বার্ষিক ২ লক্ষ টাকার জীবন বিমা কভার।

Advertisment

এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো—এজেন্ট বা অফিসে যাওয়ার কোনও প্রয়োজন নেই। নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই মাত্র ৫ মিনিটে আপনি আবেদন করতে পারেন। PMJJBY একটি টার্ম লাইফ ইনস্যুরেন্স স্কিম যা ভারত সরকার পরিচালিত। এর মাধ্যমে ১৮ থেকে ৫০ বছর বয়সি যেকোনো ব্যক্তি বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়ামে ২ লক্ষ টাকা বিমা কভার পেতে পারেন।

আরও পড়ুন- কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য বড় ধাক্কা! ফের দামি রিচার্জ প্ল্যান, কত শতাংশ মূল্য বাড়তে পারে?

Advertisment

এজন্য লাগবে সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর, মোবাইল নম্বর, মনোনীত ব্যক্তি বা নমিনির নাম। বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছর। একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক থাকতে হবে। প্রতি বছর ৩১ মে-র আগে ব্যাংক অ্যাকাউন্টের খাতা রিনিউ করা থাকতে হবে।

আরও পড়ুন- চোখের পাতার খুশকি কী, কেন তা চোখের জন্য ক্ষতিকারক, কীভাবেই বা মেটাবেন এই সমস্যা?

অনলাইনে আবেদন করবেন কীভাবে?

অনলাইনে PMJJBY-তে আবেদন করতে হলে আপনার ব্যাংকের মোবাইল অ্যাপ (যেমন SBI YONO, HDFC App, PNB ONE) অথবা নেট ব্যাংকিং ওয়েবসাইটে যান। Insurance/ Government Scheme/Social Security/PMJJBY বিভাগে গিয়ে Apply Now বা Enroll Now ক্লিক করুন। ফর্মে নাম, জন্মতারিখ, আধার নম্বর, মনোনীত ব্যক্তির নামের কলামগুলো ফিলআপ করুন। অটো ডেবিট অনুমোদন দিন। সব তথ্য ঠিকঠাক দিয়ে Submit করুন। আপনার মোবাইলে অথবা ইমেলে নিশ্চিতকরণ চলে আসবে। চাইলে PDF রসিদ ডাউনলোড করে রাখুন। 

আরও পড়ুন- অ্যাপলের নতুন সিওও সাবিহ খান, জানেন একদিনে কত টাকা আয় করেন? বেতন জানলে ভিরমি খাবেন

কোন কোন ব্যাংক থেকে আবেদন করা যাবে? State Bank of India (SBI), HDFC Bank, ICICI Bank, Axis Bank, Punjab National Bank (PNB), Bank of Baroda, Union Bank, Canara Bank, Kotak Mahindra Bank ছাড়াও আরও অনেক সরকারি ও প্রাইভেট ব্যাংকে আপনি এই বিমার জন্য আবেদন জানাতে পারবেন। 

আরও পড়ুন- মহাকাশে চোখ ধাঁধিয়ে যাচ্ছে শুভাংশুর, দিনে কতবার সূর্যোদয় দেখছেন জানেন?

প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে লাগবে আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্টের বিবরণ, মনোনীত ব্যক্তির তথ্য, মোবাইল নম্বর। PMJJBY বেছে নেওয়ার কারণ হল-  কম প্রিমিয়ামে বড় কভার পাবেন। অনলাইন প্রক্রিয়া অত্যন্ত সরল। এটি সরকার অনুমোদিত প্রকল্প। কোনও মেডিকেল পরীক্ষার দরকার নেই। সেই হিসেবে এটা পরিবারকে সুরক্ষা দেওয়ার সহজ উপায়। সবচেয়ে বড় কথা হল- এজেন্ট, দালাল বা লাইনের কোনো ঝামেলা ছাড়াই, শুধুমাত্র কয়েকটি ক্লিকে আপনি ২ লক্ষ টাকার জীবন বিমা নিশ্চিত করতে পারেন। এটি কম আয়ের পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী প্রকল্প।  

PMJJBY Online Application