/indian-express-bangla/media/media_files/2025/05/01/mLDPKbUYjmWHrsEDUPAy.jpg)
New Car: নতুন গাড়ি।
VinFast VF3 2025 New Car: ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে এবার প্রবেশ করতে চলেছে ভিয়েতনামের জনপ্রিয় সংস্থা VinFast। সংস্থাটি তাদের বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত সাশ্রয়ী ইলেকট্রিক মডেলVF3 লঞ্চ করতে চলেছে। ছোট গাড়ির মধ্যে এটি হতে চলেছে এক চমকপ্রদ সংযোজন, যা দেখতে অনেকটা টাটা ন্যানো-র মতো। তবে ফিচারের দিক থেকে এটি এক ধাপ এগিয়ে।
ডিজাইন ও গঠন
VF3 দেখতে টাটা ন্যানোর (nano) মতো ছোট, কিন্তু মডার্ন ডিজাইন ও আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এটি একটি ২-সিটারগাড়ি, যার দুটি দরজা থাকবে। শহুরে যাতায়াত ও পার্কিং-এর জন্য আদর্শ হবে এই মডেলটি।
রেঞ্জ ও পারফরম্যান্স
রেঞ্জ: একবার চার্জে প্রায় 215 কিমি
0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি: মাত্র 5.5 সেকেন্ডে
এটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি, যাতে পরিবেশ দূষণ হবে না।
ফিচার ও সেফটি
VinFast VF3-এ থাকবে অত্যাধুনিক সেফটি ও কমফোর্ট ফিচার:
ABS (Anti-lock Braking System)
EBD (Electronic Brakeforce Distribution)
রিয়ার পার্কিং সেন্সর
স্টাইলিশ ইন্টেরিয়র ও টেক-ইনফোটেইনমেন্ট অপশন (সম্ভাব্য)
আরও পড়ুন- আবহাওয়া বদলাচ্ছে, রোদ-বৃষ্টির খেলায় বাড়ছে রোগ! এই সময়ে কী করবেন?
সম্ভাব্য দাম
গাড়িটির দাম এখনও সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও সূত্র মারফত জানা যাচ্ছে, VF3-এর দাম হতে পারে₹৭ লক্ষ টাকারও কম, অর্থাৎ এটি হবে ভারতের অন্যতম সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি।
আরও পড়ুন- বাজারে যেটা আমপানা বলে বিক্রি হচ্ছে, সেটা কি আদৌ নিরাপদ? জানুন আসল সত্যিটা
উৎপাদন ও ব্যাটারি
VinFast ভারতে তাদের নিজস্ব প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা করছে, যেখানে ব্যাটারি উৎপাদনের ব্যবস্থাও থাকবে। এটি ভবিষ্যতে ব্যাটারির দাম কমাতে এবং লোকাল প্রোডাকশনে সহায়তা করবে।
আরও পড়ুন- তাড়াহুড়োর মধ্যে গবগবিয়ে খেলে পেটের ভিতর কী হয় জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন
প্রতিযোগিতা
ভারতের ইভি বাজারে VF3-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে:
MG Comet EV
Tata Tiago EV
PMV EaS-E
তবে VF3-র কম দাম ও কমপ্যাক্ট ডিজাইনের কারণে শহুরে যানবাহনের ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দিতে পারে।
আরও পড়ুন- সকালে খালিপেটে লেবুজল থেকে নানা কিছু ট্রাই করে ক্লান্ত? এবার এটা করুন, বদলে যাবে দিনের শুরুটা
VinFast VF3 ভারতের ইভি সেক্টরে একটি বড় চমক হতে চলেছে। সাশ্রয়ী দামে ছোট, কিন্তু কার্যকর এই গাড়িটি সাধারণ মানুষের নাগালের মধ্যে bringing electric mobility. যারা প্রথমবার ইলেকট্রিক গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য VF3 হতে পারে সেরা পছন্দ।